শ্রমিক, কৃষক, খেতমজুরদের সংগঠনের ডাকে আজ বামেদের ব্রিগেড..

Spread the love

রোজদিন ডেস্ক, কলকাতা:- আজ রবিবার ২০ এপ্রিল বামফ্রন্টের ব্রিগেড সমাবেশ। কলকাতার ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে সিপিআই(এম)-এর নেতৃত্বে বামফ্রন্টের একটি বৃহৎ সমাবেশের আয়োজন করা হয়েছে। এই সমাবেশে শ্রমিক, কৃষক, খেতমজুর এবং বিভিন্ন প্রান্তিক সম্প্রদায়ের মানুষের অংশগ্রহণের ডাক দেওয়া হয়েছে।
প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের মৃত্যুর পর বামেদের এটাই প্রথম ব্রিগেড সমাবেশ। শ্রমিক, কৃষক, খেতমজুর সংগঠনের ডাকে আজকে এই ব্রিগেড সমাবেশ। শ্রমিক, মেহনতি মানুষের সমর্থনেই রাজ্যে একসময় ক্ষমতায় ছিল বামেরা।

২০২৪ লোকসভা নির্বাচনের আগেই জানুয়ারিতে সিপিএমের যুব সংগঠন DYFI-এর ডাকে ইনসাফ-এর ব্রিগেড করেছিল বামেরা। বক্তার তালিকায় মূল মুখ ছিলেন মীনাক্ষী মুখোপাধ্যায়। ঠিক এক বছর পরের রবিবারের ব্রিগেডে সমাবেশে উপস্থিত থাকলেও বক্তার তালিকায় থাকছেন না তিনি।২০২৪ সালের ব্রিগেড সমাবেশে যথেষ্ট ভিড় হয়েছিল, তবে লোকসভা নির্বাচনে এ রাজ্য থেকে বামেদের কোনও প্রার্থী জিততে পারেনি। তবে ভোটের শতকরা হার বেড়েছিল।

আজ শহর যানজট মুক্ত রাখতে তৎপর পুলিশ প্রশাসন। রবিবার এমনিতেই প্রায় সমস্ত সরকারি-বেসরকারি অফিস ছুটি থাকে। তাই আজ রবিবার ব্রিগেড সমাবেশ হওয়ায় অনেকটাই স্বস্তিতে আমজনতা। তবে ট্রাফিকের উপর প্রভাব পড়তে পারে বলে মনে করা হচ্ছে। বিগ্রেডের দিন শহর সচল রাখতে মরিয়া প্রশাসন।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*