আজ সকাল ৮-৪০ নাগাদ করেয়া থানার অন্তর্গত এক ব্যবসায়ীকে গুলি করে হত্যা করা হয়েছে। হাসপাতালে নিয়ে গেলে তাকে মৃত বলে ঘোষণা করা হয়। সূত্রের খবর, ইদ্রিশ ওরফে ভোলা গুলি করে হত্যা করেছে ফজরুল রহমানকে। দুজনেই প্রোমোটিং ব্যবসার সাথে যুক্ত। ব্যবসা সংক্রান্ত বচসার জন্যই এই খুন বলে অনুমান করা হচ্ছে। জানা গেছে, ফজরুল যখন আজ সকালে ছেলেকে নিয়ে স্কুলে যাচ্ছিল, সেই সময় ইদ্রিশের সাথে তার দেখা হয়। দুজনের মধ্যে কথা কাটাকাটি হয়। এরই মাঝে পকেট থেকে রিভলবার বের করে ফজরুলকে গুলি করে হত্যা করে ইদ্রিশ। এলাকার উত্তেজিত জনতা ইদ্রিশের অফিস ভাঙচুর করে এবং আগুন লাগিয়ে দেয়। এলাকায় বিশৃঙ্খল পরিস্থিতি তৈরী হয়েছে। ঘটনাস্থলে লালবাজারের বিরাট পুলিশ বাহিনী উপস্থিত হয়েছে। পুলিশ এ ব্যাপারে তদন্ত শুরু করেছে।
ছবিঃ প্রশান্ত দাস
Be the first to comment