ব্রিটেনের সবচেয়ে ব্যয়বহুল ও নতুন বিমানবাহী জাহাজটিতে ছিদ্র পাওয়া গেছে। ভুল জোড়ার কারণে এইচএমএস কুইন এলিজাবেথ জাহাজটিতে জল ঢুকছে। গত মাসের শুরুর দিকে ব্রিটেনের পোর্টসমাউথ নৌ ঘাঁটিতে রয়্যাল নেভির হাতে জাহাজটি তুলে দিয়েছিলেন রানী এলিজাবেথ। সমুদ্রে পরীক্ষামূলকভাবে চালানোর সময় ৪০০ কোটি ডলার মূল্যের এই জাহাজটির একটি প্রপেলার স্যাফটে ফুটো পাওয়া যায়। সূত্র থেকে জানা গেছে। এইচএমএস কুইন এলিজাবেথের ফুটোটি সারানোর ব্যবস্থা নেওয়া হয়েছে। আগামী বছরের শুরুতেই জাহাজটি আবার যাত্রা শুরু করতে পারবে।
ছবি ও তথ্য সূত্র থেকে প্রাপ্ত
Be the first to comment