ব্রিটেনের ব্যয়বহুল বিমানবাহী জাহাজটিতে ছিদ্র পাওয়া গেছে

PORTSMOUTH, ENGLAND - OCTOBER 30: The Royal Navy's newest aircraft carrier HMS Queen Elizabeth departs Portmouth dockyard on October 30, 2017 in Portsmouth, England. Crowds of people gathered along the seafront to see the Royal Navy's £3 billion flagship aircraft carrier depart its home port for the first time for the second set of month long sea trials. (Photo by Matt Cardy/Getty Images)
Spread the love

ব্রিটেনের সবচেয়ে ব্যয়বহুল ও নতুন বিমানবাহী জাহাজটিতে ছিদ্র পাওয়া গেছে। ভুল জোড়ার কারণে এইচএমএস কুইন এলিজাবেথ জাহাজটিতে জল ঢুকছে। গত মাসের শুরুর দিকে ব্রিটেনের পোর্টসমাউথ নৌ ঘাঁটিতে রয়্যাল নেভির হাতে জাহাজটি তুলে দিয়েছিলেন রানী এলিজাবেথ। সমুদ্রে পরীক্ষামূলকভাবে চালানোর সময় ৪০০ কোটি ডলার মূল্যের এই জাহাজটির একটি প্রপেলার স্যাফটে ফুটো পাওয়া যায়। সূত্র থেকে জানা গেছে। এইচএমএস কুইন এলিজাবেথের ফুটোটি সারানোর ব্যবস্থা নেওয়া হয়েছে। আগামী বছরের শুরুতেই জাহাজটি আবার যাত্রা শুরু করতে পারবে।
ছবি ও তথ্য সূত্র থেকে প্রাপ্ত

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*