একটি ব্রিটিশ মহিলাকে ৩০০টি শক্তিশালী পেনকিলার চোরাচালানের জন্য মিশরের একটি আদালত তিন বছরের কারাদণ্ডে দন্ডিত করে। ৩৩ বছর বয়সী লরা প্লুমারকে তাঁর সুটকেসে ট্রামাডোল ট্যাবলেট বহন করার জন্যে অক্টোবর মাসে গ্রেফতার করা হয়। এই ট্যাবলেটকে হেরোইনের বিকল্প হিসেবে ব্যবহারের জন্য মিশরে অবৈধ ড্রাগ হিসেবে তালিকাভুক্ত করা হয়েছে। প্লুমারের দাবি, তাঁর মিশরীয় স্বামীর পেটের ব্যথার কারণে পেনকিলারগুলি তার কাছে ছিল।
লরা প্লুমার ক্রিসমাসের সকালে হ্যান্ড কফিতে বিচারকের সামনে হাজির হয়েছিলেন এবং হঠাৎ মাদক চোরাচালানের অভিযোগে তাঁকে তিন বছরের কারাদণ্ড দেওয়া হয়। তাঁর পরিবার জানায় তাঁর আইনজীবী অবিলম্বে একটি আপিল দায়ের করেছে।
ছবিঃ প্রতীকি
Be the first to comment