দিল্লিতে পদ্মঝড়ে উড়ে গেলো ঝাড়ু, কেজরি – মণীশের হার, মুখ রক্ষা আতিশির

Spread the love

রোজদিন ডেস্ক, কলকাতা:- দিল্লিতে পদ্মঝড়ে উড়ে গেলো ঝাড়ু। নির্বাচনের ময়দানে ইন্দ্রপতন। নয়াদিল্লি বিধানসভা আসনে হার আম আদমি পার্টির সুপ্রিমো অরবিন্দ কেজরিওয়ালের। এখনও অবধি পাওয়া খবর অনুযায়ী, প্রায় ৩ হাজার ভোটে হেরেছেন তিনি। শুধু কেজরিই নন, জংপুরা থেকে পরাজিত মণীশ সিসোদিয়াও। ৬০০ ভোটে বিজেপি প্রার্থীর কাছে হেরেছেন মণীশ। তবে আপ-এর ইন্দপতনের মাঝে মুখরক্ষা করেছেন দিল্লির বিদায়ী মুখ্যমন্ত্রী আতিশি মারলেনা। কালকাজিতে প্রায় ৪ হাজার ভোটে জিতেছেন তিনি।

হারের পর আম আদমি পার্টির সেকেন্ড ইন কম্যান্ড মণীশ বলেন, “দলের কর্মীরা লড়াই দিয়েছিল। আমরা সকলেই কঠিন পরিশ্রম করেছি। কিন্তু আমি মাত্র ৬০০ ভোটে হেরেছি। যিনি জিতেছেন, তাঁকে অভিনন্দন জানাই। আশা করি তিনি এই কেন্দ্রের উন্নয়নে কাজ করবেন।”
উল্লেখ্য, তিন দশক পর দিল্লি-দখল পদ্মের, হার কেজরি-সিসোদিয়ার। জানা যাচ্ছে, প্রধান মন্ত্রী নরেন্দ্র মোদী এবং শাহ সমর্থকদের উজ্জীবিত করতে, শুভেচ্ছ জানাতে বিজেপি অফিসে আসবেন।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*