জম্মু কাশ্মীরের ভবিষ্যৎ নিয়ে তৈরি হয়েছিল অনিশ্চয়তা। আর তার জেরেই সোমবার সকাল থেকেই নিম্নমুখী ছিল সেনসেক্স। রাজ্যসভায় অমিত শাহের ৩৭০ ধারা প্রত্যাহারের খবরেই ফের ছন্দে ফিরল শেয়ার বাজার। সোমবার সকালে শেয়ার বাজার খুলতেই বিএসই সেনসেক্সের সূচকে বড় পতন হয়েছিল। এক ধাক্কায় সেনসেক্স নেমেছিল ৬৫০ পয়েন্ট। নিফটি নেমে আসে ১০,৮০০ পয়েন্টের নিচে। বেলা গড়ালেই স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ রাজ্যসভায় ৩৭০ ধারা প্রত্যাহারের প্রস্তাব পেশ করেন। রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ সেই নির্দেশে সই করার সাথে সাথেই ফের ঊর্ধ্মুখী হয় সেনসেক্স। ৩৫০ পয়েন্ট বেড়ে সেনসেক্স সূচক দাঁড়ায় ৩৬,৭৩৬.৯৫ -এ। নিফটি প্রায় ১০০ পয়েন্ট বেড়ে ১০,৯০০ তে এসে ঠেকেছে।
প্রসঙ্গত, বিগত কয়েক দিন কাশ্মীর সংকটের মাঝে সবচেয়ে বেশি ক্ষতির সম্মুখীন হয়েছে ইয়েস ব্যাঙ্ক এবং টাটা মোটরস। বড় ক্ষতির মুখে রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলির শেয়ার দর। এদিন ৯৮ পয়সা পড়ে মার্কিন ডলারের তুলনায় ভারতীয় মুদ্রার দর এসে দাঁড়ায় ৭০.৫৮ টাকায়। সোমবার সকাল পর্যন্ত লাভের মুখ দেখেছে শুধুমাত্র ইনফোসিস, এইচডিএফসি এবং টিসিএস।
Be the first to comment