অর্থনৈতিক গতি শ্লথ হলেও বলা চলে স্বপ্নের দৌড়ে রয়েছে এখন ভারতীয় শেয়ার বাজার। এদিন বাজার খোলার কিছুক্ষণের মধ্যেই সেনসেক্স ২৭০ পয়েন্টে উঠে পৌঁছে গিয়েছে। ৪০,৪৩৪ পয়েন্টে যা এক নতুন রেকর্ড ৷ গত সপ্তাহে শেয়ার বাজারের অবস্থা ভালই ছিল। বৃহস্পতিবার এক সময় সেনসেক্স ৪০,৩৯২ পয়েন্টে পৌছে গিয়ে নতুন রেকর্ড গড়ে ছিল ৷
তবে সোমবার সকালে সেটাও ছাপিয়ে গেল। অন্যদিকে এদিন নিফটি পৌঁছে যায় ১১৯৯৭ পয়েন্টে ৷ তবে গত জুনে এনএসই সূচক উঠেছিল ১২১০৩ পয়েন্টে, যা এখনও সর্বোচ্চ৷ তবে বেলা বাড়ায় দুই শেয়ার সূচকই কিছুটা নেমে আসে৷ বেলা সাড়ে বারোটা নাগাদ সেনসেক্স ৪০,২৪১ পয়েন্টে এবং নিফটি ১১৯১০ পয়েন্টে অবস্থান করছে৷ যদিও গত লেনেদেনের দিনের তুলনায় উপরেই রয়েছে সূচক ৷ দেশের বিভিন্ন পরিসংখ্যানই ইঙ্গিত দিচ্ছে অর্থনীতির বেহাল দশার ৷ সে দিক থেকে বলা যায় শেয়ার বাজারে অবস্থা ব্যতিক্রম। সেপ্টেম্বর মাসে পরিকাঠামো শিল্প সরাসরি কমে গিয়েছে ৫.২শতাংশ। এর নেতিবাচক প্রভাব পড়ছে জিডিপির উপরে।
তাছাড়া, চলতি অর্থবর্ষের প্রথম ছ’মাসেই রাজকোষ ঘাটতি যা ধরা হয়েছিল ৯২.৬ শতাংশ হয়ে গিয়েছে। শিল্প ক্ষেত্রে খারাপ সময়ের ইঙ্গিত দিয়েছে জিএসটি আদায় কমে যাওয়ার মাধ্যমে। চিন্তা বেড়েছে কর্মসংস্থান এবং বেকারত্ব নিয়েও ৷ যেহেতু সিএমআইই-র পরিসংখ্যান জানিয়েছে অক্টোবরে বেকারত্বের হার বেড়ে হয়েছে ৮.৪৮ শতাংশে। যা গত তিন বছরে সর্বোচ্চ। উৎসবের মরসুমেও বিক্রি বাটার হাল খারাপ৷ এই পরিস্থিতিতে নানা ভাবে সমালোচনার মুখে পড়ায় কেন্দ্রের দু্শ্চিন্তা বাড়ছে।
ফলে প্রশ্ন উঠছে শেয়ার বাজারের সূচক উঠলেও তা কতটা ধরে রাখা সম্ভব। তবে শেয়ার বাজারের পাশাপাশি এদিন আন্তর্জাতিক বাজারে টাকাও শক্তিশালী হয়েছে ৷ ফলে ডলার বিনিময় মূল্য হয়েছে ৭০.৫৫ টাকা যা গত এক মাসে সর্বোচ্চ ৷
Be the first to comment