৪০,০০০ টপকে রেকর্ড সেনসেক্সের, বাড়লো টাকার দাম

Spread the love

এক লাফে অনেকটা বাড়লো সেনসেক্স। ৫২৯.৮২ পয়েন্ট উঠে এই প্রথম তা পৌঁছে যায় ৪০,৮৮৯.২৩ অঙ্কের নতুন শিখরে। এতদিন শেয়ার বাজারের লক্ষ্য থাকত, ৪০ হাজারের উপরে পয়েন্ট ধরে রাখা। কিন্তু মঙ্গলবারের পর থেকে তা পরিবর্তন হবে বলে মনে করা হচ্ছে। নতুন লক্ষ্য হতে পারে ৪১ হাজারের ঘরে থাকা। সেনসেক্স চাঙ্গা হতেই টাকার দাম বাড়তে শুরু করেছে। মার্কিন ডলারের তুলনায় টাকার দাম ৭১. ৬৬-এ পৌঁছেছে।

জুন মাসের পর এই প্রথম নিফটিও রেকর্ড উচ্চতায় পৌঁছল। বুধবার নিফটি পৌঁছে গিয়েছে ১২,০৯১.৬৫ এ। বেড়েছে ১৭.৯০ পয়েন্ট। এদিন বাজার খুলতেই দাম চড়তে শুরু করে ব্যাঙ্কিং, ফার্মা, মেটাল, আইটি কোম্পানির শেয়ারের। টাটা স্টিল, ইয়েস ব্যাঙ্ক, সান ফার্মা, আইসিআইসিআই ব্যাঙ্ক, ইনফোসিস, এশিয়ান পেইন্টসের শেয়ারের দাম ১ শতাংশ থেকে ১.৬ শতাংশ হারে চড়তে শুরু করে।

অন্যদিকে ভারতী এয়ারটেলের শেয়ার কমেছে ১.৫ শতাংশ হারে। চিন ও আমেরিকার বাণিজ্যিক চুক্তির পথ সুগম হওয়ার কারণেই গোটা বিশ্বেই শেয়ার বাজারের এই চাঙ্গা অবস্থা বলে মনে করা হচ্ছে। ভারতেও চাঙ্গা হয়েছে শেয়ার বাজার। এমনই মনে করা হচ্ছে। অর্থনীতিবিদরা আবার দাবি করেছেন কর্পোরেট রেট কমানোর কারণেই শেয়ার বাজারের হাল ফিরতে শুরু করেছে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*