কোরোনা পরিস্থিতিতে প্রথম বাজেট পেশের পর থেকেই তেজি হয়ে উঠেছিল দালাল স্ট্রিট। ২৩১৫ পয়েন্ট চড়ে যায় সেনসেক্সের সূচক। এ পর্যন্ত সেনসেক্সের চড়াইয়ে সেটা দ্বিতীয় সর্বাধিক। একই ধারা বজায় রইল মঙ্গলবারও। কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতরমনের বাজেটকে স্বাগত জানিয়ে আজও চাঙ্গা শেয়ারবাজার।
সকালে বাজার খুলতেই চড়তে থাকে সূচক। বিএসই সেনসেক্সের সূচক ২.৭৪ শতাংশ অর্থাত্ ১৩৩০ পয়েন্ট চড়ে পৌঁছে যায় ৪৯,৯৩০-তে। বেলা বাড়লে ১৪০০-রও বেশি পয়েন্ট বেড়ে ৫০,০০০ ছোঁয় সেনসেক্স। ঊর্ধ্বমুখী হয় এনএসই নিফটির সূচকও। ২.৭৩ শতাংশ অর্থাত্ ৩৯০ পয়েন্ট চড়ে নিফটির সূচক পৌঁছেছে ১৪,৬৭১-এ।
সেনসেক্সে এ দিন সবচেয়ে বেশি লাভের মুখ দেখেছে এল অ্যান্ড টি, এইচডিএফসি ও এইচডিএফসি ব্যাঙ্ক, এসবিআই, বাজাজ ফিনান্স এবং টেক মাহিন্দ্রা । তাদের শেয়ার দর প্রায় ৫.৩২ শতাংশ পর্যন্ত বেড়েছে। অপরদিকে, নিফটি প্ল্যাটফর্মে নিফটি আইটি, ব্যাঙ্ক ও রিয়্যালটির ব্যবসা বেড়েছে ৩.৫১ শতাংশ।
Be the first to comment