সংঘর্ষবিরতি চুক্তি লঙ্ঘন করে পাকিস্তানের গোলাগুলির পাল্টা জবাব দিল ভারত। তাতেই নাভিশ্বাস উঠল পাক সেনাবাহিনীর। প্রসঙ্গত, সোমবার জম্মুতে আন্তর্জাতিক সীমানা বরাবর পাক সেনা চৌকিগুলিকে লক্ষ্য করে দীর্ঘক্ষন গুলি ছোঁড়ে বিএসএফ। আর তাতেই তছনছ হয়ে যায় পাক রেঞ্জার্সদের একাধিক চৌকি ও জ্বালানী তেলের মজুত ভান্ডার।
জানা গিয়েছে, প্রায় ৯ হাজার রাউন্ড মর্টার সেল ছুঁড়েছে সীমান্তরক্ষা বাহিনী। উল্লেখ্য, রবিবার থেকে ভারত-পাক সীমান্তের ৩ জেলাকে লক্ষ্য করে টানা গুলি চালায় পাকিস্তান। শুক্রবার ও শনিবার ২ জওয়ানের মৃত্যু হয়েছে বলে খবর। এর পরই পাল্টা দেয় বিএসএফ। বিএসএফের এক মুখপাত্র জানিয়েছেন, পাকিস্তানের একাধিক ফায়ারিং পজিশন, অস্ত্রভান্ডার, মজুত জ্বালানী তেলের ভান্ডার ধ্বংস করে দেওয়া হয়েছে।
Be the first to comment