সীমান্ত পেরিয়ে আচমকা পাকিস্তানে প্রবেশ বিএসএফ জওয়ান-এর, মুক্তির অপেক্ষায়, চলছে পতাকা বৈঠক

Spread the love

রোজদিন ডেস্ক, কলকাতা:- আন্তর্জাতিক সীমান্ত অতিক্রম করে ভুলবশত পাকিস্তানি ভূখণ্ডে প্রবেশ করেছে একজন বর্ডার সিকিউরিটি ফোর্স (BSF) এর জওয়ান। আর সেই জাওয়ানকে আটক করেছে পাকিস্তান রেঞ্জাররা। ঘটনাটি ঘটেছে পাঞ্জাবের ফিরোজপুর সেক্টরে আন্তর্জাতিক সীমান্তে। সংবাদ মাধ্যমকে এমনটাই জানিয়েছেন ভারতীয় সেনা।

বুধবার দুপুরে যখন ওই জওয়ান সীমান্তের কাছাকাছি কৃষিজমিতে ডিউটিতে ছিলেন তখন কোন কারণে ঘটনাটি ঘটে। রুটিন টহলের সময় অসাবধানতাবশত তিনি ভারতের সীমান্ত বেড়া পেরিয়ে পাকিস্তানের ভূখণ্ডে প্রবেশ করেন। আর সেখানেই পাকিস্তান রেঞ্জাররা তাকে আটক করে।
জওয়ানকে আটক করার পর বিষয়টি সমাধান এবং ওই জওয়ানের মুক্তির উদ্দেশে ভারতীয় সেনাবাহিনী ও পাকিস্তান রেঞ্জারদের মধ্যে পতাকা বৈঠক শুরু হয়।

সূত্রের খবর অনুযায়ী, আলোচনা এখনো চলছে কিন্তু ওই জওয়ানকে ভারতের হাতে ফেরত দেওয়া হয়নি। তবে তাঁর নিরাপদ ও দ্রুত প্রত্যাবর্তনের জন্য সর্বোচ্চ চেষ্টা করা হচ্ছে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*