কাশ্মীর সীমান্তে পাকিস্তানি সেনার গুলিতে শহিদ হলেন হাওড়ার বিএসএফ জওয়ান বিনয় প্রসাদ। তিনি বিএসএফ-এর অ্যাসিস্ট্যান্ট কমান্ডান্ট ছিলেন। বিএসএফ সূত্রে খবর, মঙ্গলবার সকাল এগারোটা নাগাদ পানসর বর্ডার আউটপোস্ট লক্ষ্য করে ও পার থেকে গুলি ছোড়া শুরু করে পাক সেনারা। পাল্টা জবাব দেয় ভারতীয় সেনা। সকাল সোওয়া এগারোটা পর্যন্ত চলে গুলি বিনিময়। এই সময়ই গুলিতে জখম হন বিজয় প্রসাদ। তাঁর পেটের ডানদিকে গুলি লাগে। তাঁকে নিয়ে যাওয়া হয় জম্মুর সেনা হাসপাতালে। সেখানে মৃত্যু হয় তাঁর।
আজ তাঁর কফিনবন্দী দেহ পৌঁছানোর কথা হাওড়ায়। পরিবার সূত্রে জানা গেছে, আজ বিকেল কিংবা সন্ধের দিকে মৃতদেহ আসবে। বিনয় প্রসাদের বাড়ি হাওড়া শহরের ডবসন রোডে। গতকাল জম্মু ও কাশ্মীরের কাঠুয়া জেলায় আন্তর্জাতিক সীমান্তে পাহারায় ছিলেন তিনি। সকাল পৌনে এগারোটা নাগাদ সীমান্তের ওপার থেকে গুলি ছোড়া হয়। গুলিবিদ্ধ হন বিনয় প্রসাদ।
Be the first to comment