বিশেষ প্রতিনিধি,
বিজেপির বিরুদ্ধে দলিত ক্ষোভকে হাতিয়ার করতে চাইছে বিএসপি৷ দলিত বিক্ষোভের ঘটনায় বিজেপির উদ্বেগ স্পষ্ট দেখা গিয়েছে৷ সেই অবস্থানকে কাজে লাগিয়েই ঘুরে দাঁড়াতে চাইছে বিএসপি৷ বিভিন্ন দলিত সমর্থকের বাড়িতে গিয়ে বিজেপি সরকার নাটক করছে বলে অভিযোগ করেছে মায়াবতীর দল৷ যে সব রাজ্যে দলিত বিক্ষোভ ছড়িয়ে পড়েছিল সেই সব রাজ্যেই সবচেয়ে বেশি আসন পেয়েছিল বিজেপি৷ ফলে মানুষের সঙ্গে মোদী সরকার প্রতারণা করেছে বলে অভিযোগ বিএসপির৷ দলিতদের প্রয়োজনীয় খাদ্য, বস্ত্র, বাসস্থানেরও ব্যবস্থা করেনি রাজ্যের বিজেপি সরকার বলে কটাক্ষ করেছে তারা৷ দলিতরা বিজেপির এই নাটকে ক্ষুব্ধ বলে দাবি তাঁদের৷ দলিতদের দাবিয়ে রাখাই হচ্ছে আরএসএসের মানসিকতা বলে ক্ষোভ প্রকাশ করেছে বিএসপি৷
দলিত বিক্ষোভে বেশ কোণঠাসা বিজেপি সরকার৷ সেই সুযোগকে কাজে লাগাতে চাইছে বহুজন সমাজ পার্টি৷ গ্রামে গ্রামে তারা বিজেপির দলিত বিরোধী মুখকে তুলে ধরতে উদ্যোগী৷ বিভিন্ন গ্রামে এই উদ্দ্যেশে বেশ কয়েকটি চৌপল বা গ্রাম সভা করবে তারা৷
গেরুয়া শিবির মূলত দলিতদের দয়া করে৷ এমনই অভিযোগ বিএসপির৷ একের পর এক দলিত বিক্ষোভ সেই ইস্যুকেই সমর্থন করছে বলে দাবি তাঁদের৷ বিএসপি নেত্রী মায়াবতী ইতিমধ্যেই দলের নেতাদের চৌপল করার নির্দেশ দিয়েছেন৷ বিজেপি সরকারের গরীব বিরোধী ও দলিত বিরোধী বার্তা প্রচার করাই এই চৌপলের উদ্দেশ্য হবে৷
Be the first to comment