আগামী লোকসভা নির্বাচনে BJP-র সঙ্গে জোট বাঁধতে পারে BSP, উপ প্রধানমন্ত্রী হতে পারেন মায়াবতী

Spread the love

সমাজবাদী পার্টি বা কংগ্রেস নয়। আগামী লোকসভা নির্বাচনে BJP-র সঙ্গে জোট বাঁধতে পারে BSP। আর তার পরিবর্তে ক্ষমতায় এলে উপ প্রধানমন্ত্রী করা হতে পারে BSP প্রধান মায়াবতীকে। BJP ও RSS নেতারা তাঁকে এই প্রস্তাব দিতে প্রস্তুত বলে সূত্রের খবর।

২০১৪ লোকসভা নির্বাচনের পর জাতীয় রাজনীতিতে অনেক পরিবর্তন এসেছে। কেন্দ্রে BJP ক্ষমতায় আসার সঙ্গে সঙ্গে একাধিক রাজ্যেও ক্ষমতায় এসেছে তারা। এদিকে ২০১৪ লোকসভা নির্বাচনে একটি আসনেও জয় পায়নি BSP। অস্তিত্ব সংকটে পড়ে যায় মায়াবতীর দল। এরপর উত্তরপ্রদেশে ক্ষমতা হারায় সমাজবাদী পার্টিও। আর সেই সংকটই মায়াবতী ও অখিলেশকে কাছাকাছি নিয়ে আসে। বেশ কয়েকটি উপনির্বাচনে জোট বেঁধে লড়ে তারা। সাফল্যও আসে।

কিন্তু, ভবিষ্যতে এই জোট দীর্ঘস্থায়ী হবে কি না আর তা তাদের পক্ষে কতটা লাভজনক হবে তা নিয়ে আশঙ্কা দেখা দিয়েছে BSP-র অভ্যন্তরেই। এদিকে মায়াবতীকে সামনে রেখে লড়াইয়ে অসুবিধা নেই বলে জানিয়েছেন রাহুল গান্ধি। তবুও দলিত ও সংখ্যালঘু ভোটব্যাঙ্ক নিজেদের দখলে রাখতে কংগ্রেসের সঙ্গে জোট করা ঠিক হবে না বলে মনে করছেন দলের একাংশ। সেক্ষেত্রে BJP-র সঙ্গে জোট করে ভোটে লড়াটাই লাভজনক হবে বলেই তাঁদের মত। এছাড়া ২০১৯-এ কংগ্রেসের ক্ষমতায় আসা নিয়ে অনেকের মতই সন্দিহান তারা। আবার অতীত বলছে, যতবার BJP-র সঙ্গে তারা জোট করেছে ততবার রাজনৈতিকভাবে তাদের কোনও লোকসান হয়নি।

এদিকে BSP-র সঙ্গে জোট করার পক্ষে BJP-র অনেকেই। কারণ এর জেরে শুধু উত্তরপ্রদেশই নয়, বিহার ও মধ্যপ্রদেশেও দলিত ভোট তাদের পক্ষে যাবে বলে আশা।

কিন্তু, BJP-র সঙ্গে জোট হলে সমর্থকদের কী বলবেন মায়াবতী ? বিশেষজ্ঞদের একাংশের মতে, সেক্ষেত্রে মায়াবতী বলতে পারেন প্রধানমন্ত্রী মোদি দলিতদের ভাবনাকে এগিয়ে নিয়ে যাবেন। এদিকে ইতিমধ্যেই প্রতিটি দপ্তরে আম্বেদকরের ফোটো রাখার জন্য নির্দেশ দিয়েছেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ।

এদিকে জাতীয় দলের স্ট্যাটাস ফিরে পেতে লোকসভায় প্রতিনিধির সংখ্যা বাড়াতে হবে BSP-কে। গত লোকসভা নির্বাচনে প্রাপ্ত ভোটের হার খুব কম থাকায় জাতীয় পার্টির মর্যাদা হারিয়েছিল তারা। তাই BJP-র সঙ্গে জোট বেঁধে লড়লে সংখ্যা বাড়তে পারে বলে দলের একাংশের আশা।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*