ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছেন বুদ্ধবাবু

Spread the love

প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য আগের থেকে অনেকটাই সুস্থ। শুক্রবার রাতে তিনি ঘুমিয়েছেন। তরল খাবারও খেয়েছেন। ফুসফুসে সংক্রমণ রয়েছে। হাসপাতালের তরফে জানানো হয়েছে, আজ সকালে নিজেই বিছানায় উঠে বসেছেন তিনি।

চিকিৎসকরা জানিয়েছেন, ফুসফুসে সংক্রমণ থাকলেও নিয়ন্ত্রণে রয়েছে শরীরের যাবতীয় ভারসাম্য। কাল রাত থেকেই প্রাক্তন মুখ্যমন্ত্রীকে রক্ত দেওয়া হচ্ছে ৷ ক্রমে সুস্থ হয়ে উঠলেও আরও দু-তিন দিন তাঁকে হাসপাতালে রেখে পর্যবেক্ষণ করতে চান চিকিৎসকরা। হাসপাতাল সূত্রে খবর, গতকালের পর শনিবার সকাল থেকে আরও এক ইউনিট রক্ত দেওয়ার শুরু হয়েছে। চিকিৎসকরা জানিয়েছেন, আপাতত তাঁর অবস্থা স্থিতিশীল। কিন্তু ফুসফুসে কিছু সংক্রমণ পাওয়া গেছে। তার চিকিৎসা চলছে ওষুধ দিয়ে। কী রকম সংক্রমণ, সেই ব্যাপারে অবশ্য চিকিৎসকরা স্পষ্ট করে কিছু জানাননি।

তবে চিকিৎসকদের দাবি, যে অবস্থায় বুদ্ধদেব ভট্টাচার্যকে ভর্তি করা হয়েছিলো তার থেকে তিনি অনেকটাই ভালো আছেন। তবে সবকিছু পরীক্ষা-নিরীক্ষা করার আগে বুদ্ধবাবুকে হাসপাতাল থেকে কোনওভাবেই ছাড়তে রাজি নন চিকিৎসকরা। এমনকী দলের নেতারাও চাইছেন, বুদ্ধবাবুর যা যা শারীরিক সমস্যা আছে সব কিছু পরীক্ষার পরই যেন তিনি বাড়ি ফেরেন। যদিও পরিবারের কাছে এবং দলের নেতাদের কাছে বারবার বুদ্ধবাবু অনুরোধ করে চলেছেন তাঁকে যেন বাড়ি নিয়ে যাওয়া হয় ৷

এদিকে, শনিবার সকাল থেকেই হাসপাতালে আত্মীয়-পরিজন ছাড়াও, দলের পলিটব্যুরো সদস্য মহম্মদ সেলিম, রবীন দেব-সহ একাধিক নেতৃত্ব বুদ্ধদেব ভট্টাচার্যকে দেখতে আসেন। গতকাল গুরুতর অসুস্থ অবস্থায় তাঁকে হাসপাতালে ভর্তি করানো হয়েছিল। সে সময় তাঁর প্রচণ্ড শ্বাসকষ্ট ছিল ৷ রক্তচাপ অনেকটাই কমে যায়।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*