ফের গুরুতর অসুস্থ প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য। চিকিৎসকরা তাঁকে বিশেষ পর্যবেক্ষণে রেখেছেন। কয়েকদিন ধরে শুধু তরল খাবার খাচ্ছেন প্রাক্তন মুখ্যমন্ত্রী। চোখ মেলে তাকাচ্ছেনও না। পারিবারিক সূত্রে জানা গেছে, প্রায় সাড়ে তিন ঘণ্টা বাইপ্যাপ দেওয়ার পরেও অবস্থার বিশেষ কোনও উন্নতি হয়নি। যদিও তাঁকে বাড়িতে রেখেই চিকিৎসা করা হচ্ছে ৷ বরাবরই হাসপাতালে যাওয়ার ক্ষেত্রে অনীহা প্রাক্তন মুখ্যমন্ত্রীর। যদিও মাসখানেক আগেই বেশ কিছুদিন হাসপাতালে ভরতি করতে হয়েছিল তাঁকে ৷
ষষ্ঠীর দিনও বুদ্ধবাবু খবর নিয়েছিলেন তাঁর সদ্য প্রকাশিত বই ‘স্বর্গের নিচে মহাবিশৃঙ্খলা’ কেমন বিক্রি হচ্ছে। এখনও পর্যন্ত দলীয় স্টল থেকে পুজোর সময় সবচেয়ে বেশি বিক্রি হয়েছে তাঁর সদ্য প্রকাশিত বইটি। সম্প্রতি পরিচিত এক ব্যক্তির সঙ্গে তিনি দীর্ঘক্ষণ দেশ ও রাজ্য-রাজনীতি নিয়ে আলোচনা করেছিলেন ৷ মহালয়ার দিন এবং পঞ্চমীতেও নিজের লেখা বই নিয়ে আলোচনা করেছেন ৷
কিন্তু দু’দিন আগে হঠাৎই গুরুতর অসুস্থ হয়ে পড়েন তিনি। আজ বিশেষজ্ঞ চিকিৎসক বাড়িতে গিয়ে তাঁকে দেখে এসেছেন। হাসপাতালে ভরতি করা হবে কি না, সে বিষয়ে পরিবারের কেউ এখনও কিছু জানাননি।
৬ সেপ্টেম্বর শ্বাসকষ্টজনিত সমস্যা নিয়ে আলিপুরের একটি বেসরকারি হাসপাতালে ভরতি হয়েছিলেন তিনি ৷ শারীরিক অবস্থার উন্নতি হওয়ায় ৯ সেপ্টেম্বর চিকিৎসকদের পরামর্শেই বাড়ি ফেরেন বুদ্ধবাবু ৷
Be the first to comment