চিকিৎসায় সাড়া দিচ্ছেন বুদ্ধদেব ভট্টাচার্য

Spread the love

চিকিৎসায় সাড়া দিচ্ছেন প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য ৷ হাসপাতাল থেকে জানানো হয়েছে, তাঁর শরীরে অক্সিজেন মাত্রা ৯৫ শতাংশ ৷ রক্তচাপ ও পালস রেট স্বাভাবিক আছে ৷ স্বাভাবিক মূত্র হচ্ছে ৷ কিডনি ও হার্ট ভালোভাবেই কাজ করছে ৷ তাঁকে প্রথমে বাইপ্যাপ সাপোর্ট রাখা হলেও পরে ভেন্টিলেশন সাপোর্টে রাখা হয়। হাসপাতাল থেকে বৃহস্পতিবার সকালে মেডিকেল বুলেটিনে জানানো হয়, তাঁকে ভেন্টিলেশনেই রাখা হবে।

তবে ভেন্টিলেশন সাপোর্ট ক্রমশ কমানোর কথা জানান চিকিৎসকরা ৷ রাইলস টিউব দিয়ে তাঁকে খাবার দেওয়া হচ্ছে ৷ তাঁকে বর্তমানে আইভি তরল, আইভি অ্যান্টিবায়োটিক, আইভি স্টেরয়েড এবং অন্যান্য সহায়ক ওষুধ দেওয়া হচ্ছে ৷ তবে তাঁর শরীরে হিমোগ্লোবিনের মাত্রা ৯.৭ শতাংশ ৷ তাঁর শরীরের একাধিক পরীক্ষার পর চিকিৎসকরা তাঁর সুস্থ হওয়া নিয়ে আশাবাদী ৷

বুধবার শ্বাসকষ্টের সমস্যা দেখা দিলে কলকাতার এক বেসরকারি হাসপাতালে ভরতি করা হয় বুদ্ধদেব ভট্টাচার্যকে ৷ তাঁর চিকিৎসার জন্য ৭ সদস্যের মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে । আজ সকালে হাসপাতালে যান প্রাক্তন মুখ্যমন্ত্রীর মেয়ে ও সূর্যকান্ত মিশ্র ।

তাঁদের সঙ্গে কথা বলার পর ৭ সদস্যের মেডিকেল বোর্ডের তরফে জানানো হয় , ” ধীরে ধীরে ভেন্টিলেশনের সাপোর্ট কমানোর চেষ্টা হচ্ছে । ঘুমের ওষুধ না দিয়ে দেখা হচ্ছে । তাতে তিনি ভালোই সাড়া দিচ্ছেন । তবে এখনও পর্যন্ত তাঁকে মেকানিকেল ভেন্টিলেশনেই রাখা হবে । পাশাপাশি , অক্সিজেন ও কার্বন-ডাই-অক্সাইডের মাত্রাও স্বাভাবিক । তাঁর শরীরে পটাশিয়াম মাত্রা বেশি ৷ শরীরে পটাশিয়াম ৪.৩ শতাংশ ৷ এই নিয়ে উদ্বেগ প্রকাশ করেন চিকিৎসকরা ৷

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*