পশ্চিমবঙ্গকে বিপদ থেকে রক্ষা করুন’ দ্বিতীয় দফার ভোটের আগে অডিও বার্তা বুদ্ধদেবের

Spread the love

সেই গাম্ভীর্য নেই, কিন্তু কণ্ঠস্বরে যেন চেনা দৃঢ়তা রয়েছে৷ অসুস্থতার কারণেই অনেকটাই ক্ষীণ হয়ে গিয়েছে স্বর৷ নির্বাচনের আগে লিখিত বিবৃতিতে বলেছিলেন, কমরেডরা যখন বাইরে লড়াই করছেন, তখন গৃহবন্দি হয়ে থাকাটা তাঁর কাছে মানসিক যন্ত্রণার৷ নিজের সাধ্যমতো তাই ঘরে থেকেই নিজের দল সিপিআইএম এবং বামফ্রন্টের হয়ে মানুষের কাছে নিজের বার্তা পৌঁছে দিয়েছিলেন সোমবার৷ এবার লিখিত বার্তার পাশাপাশি দীর্ঘদিন পর অডিও বার্তাও দিলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য৷ বৃহস্পতিবার নন্দীগ্রাম সহ রাজ্য়ে দ্বিতীয় দফার নির্বাচনের আগে যা অত্যন্ত তাৎপর্যপূর্ণ৷

সোমবারের বিবৃতিতেই প্রাক্তন মুখ্যমন্ত্রী অভিযোগ করেছিলেন, নন্দীগ্রাম- সিঙ্গুরে শিল্প আনতে বাধা দিয়ে যাঁরা চক্রান্ত করেছিলেন, তাঁরাই এখন পরস্পরের বিরুদ্ধে লড়াইয়ে নেমেছেন৷ এ দিনের অডিও বার্তাতেও রাজ্যের শাসক দলকেই চূড়ান্ত আক্রমণ করেছেন প্রাক্তন মুখ্যমন্ত্রী৷ নন্দীগ্রাম- সিঙ্গুর শ্মশানে পরিণত হয়েছে বলে আক্ষেপ করতে শোনা গিয়েছে প্রাক্তন মুখ্যমন্ত্রীকে৷ একই সঙ্গে সাধারণ মানুষকে সতর্ক করে তিনি বলেছেন, রাজ্যে গণতন্ত্র বিপদের মুখে৷

অডিও বার্তায় প্রাক্তন মুখ্যমন্ত্রী বলেছেন, ‘এ রাজ্যের রাজনীতিতে এ এক সন্ধিক্ষণ৷ বাম আমলে আমরা স্লোগান দিয়েছিলাম, কৃষি আমাদের ভিত্তি, শিল্প আমাদের ভবিষ্যৎ৷ এই নীতি নিয়ে আমরা এগিয়েছি৷ কৃষিতে যেমন সাফল্য এসেছিল, তেমনই শিল্পে প্রসার ঘটতে শুরু করেছিল৷ বামফ্রন্ট অপসারিত হওয়ার পর তৃণমূল সরকারের আমলে রাজ্য জুড়ে এক ভয়াবহ পরিস্থিতি সৃষ্টি করেছে৷ সমস্ত ক্ষেত্রেই নেমে এসেছে হতাশা৷

একদিকে কৃষকের সঙ্কট, কৃষিজাত পণ্যের দাম আকাশছোঁয়া হয়েছে৷ অন্যদিকে এ রাজ্যে শিল্প, শিল্পায়ন স্তব্ধ হয়ে গিয়েছে৷ গত দশ বছরে রাজ্যে উল্লেখযোগ্য কোনও শিল্প আসেনি৷ সিঙ্গুর- নন্দীগ্রামে এখন শ্মশানের নীরবতা৷ শিক্ষায় নৈরাজ্য, স্বাস্থ্য ব্যবস্থা ভেঙে পড়েছে৷ নাগরিক জীবনের চাহিদাগুলি অবহেলিত৷ স্বৈরচারী শাসকদল এবং সমাজবিরোধীরা একজোট হয়েছে৷ মহিলাদের নিরাপত্তা ভয়ঙ্কর ভাবে বিঘ্নিত৷ যুব সম্প্রদায় আশাহীন, উদ্যোগহীন৷ চাকরির সন্ধানে অনেকে রাজ্য ছাড়ছে৷ এই পরিস্থিতি চলতে পারে না৷’

তৃণমূল- বিজেপি-কে একযোগে আক্রমণ করে প্রাক্তন মুখ্যমন্ত্রী বলেছেন, ‘একদিকে তৃণমূলের স্বৈরতান্ত্রিক নৈরাজ্য়, অন্যদিকে বিজেপি-র আগ্রাসন, রাজ্যে বিপদের পরিবেশ তৈরি করেছে৷’ একই সঙ্গে বাম-কংগ্রেস-আইএসএফ-এপ সংযুক্ত মোর্চার প্রার্থীদের জয়ী করবার জন্য আর্জি জানিয়েছেন প্রাক্তন মুখ্যমন্ত্রী৷ তাঁর কথায়, রাজ্যে বিপদের মুখে থাকা গণতন্ত্রকে বাঁচাতে এ ছাড়া উপায় নেই৷ সবশেষে বুদ্ধদেব ভট্টাচার্য বলেছেন, ‘আমার আবেদন সকলের কাছে, পশ্চিমবঙ্গকে বিপদ থেকে রক্ষা করুন, গণতান্ত্রিক, ধর্মনিরপেক্ষ সরকার তৈরি করে নতুন ইতিহাস তৈরি করুন৷’

https://www.facebook.com/cpimwbpc/videos/481306609665399/

নির্বাচনের আগে গত ২৮ ফেব্রুয়ারি ব্রিগেডের সমাবেশেও যোগ দিতে উদগ্রীব ছিলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী৷ কিন্তু শেষ পর্যন্ত চিকিৎসকরা তাঁকে সেই অনুমতি দেননি৷ ফলে সাম্প্রতিক কালে লিখিত বিবৃতির মাধ্যমেই বিভিন্ন ইস্যুতে নিজের মতামত জানিয়েছেন প্রাক্তন মুখ্যমন্ত্রী৷ এবার অবশ্য পরিস্থিতির গুরুত্ব অনুভব করে অডিও বার্তা দিলেন বুদ্ধদেব ভট্টাচার্য।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*