আপাতত স্থিতিশীল বুদ্ধদেব ভট্টাচার্য। আলিপুরের এক বেসরকারি হাসপাতালে আইসিসিইউতে ভর্তি রয়েছেন প্রাক্তন মুখ্যমন্ত্রী। শুক্রবার রাতেই ১ ইউনিট রক্ত দেওয়ায় হিমোগ্লোবিন বেড়েছে বুদ্ধবাবুর। শনিবার ফের রক্ত দেওয়া হচ্ছে। তাঁর চিকিৎসার দায়িত্বে রয়েছে ৭ সদস্যের মেডিক্যাল বোর্ড। এদিকে শনিবারই সিটি স্ক্যান হতে পারে প্রাক্তন মুখ্যমন্ত্রীর। রাতেই খুলে নেওয়া হয়েছে বাইপ্যাপ ৷
এদিন প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য অনুরোধ করেছেন যে, তাঁর কেবিনে যাতে বেশি কেউ না আসে ৷ তিনি আরও বলেন, হাসপাতালের বাইরে ভিড় জমাবেন না ৷ হাসপাতালে অবাঞ্ছিত ভিড় চাই না।
আপাতত চিকিৎসকদের নজরদারিতে রাখা হয়েছে প্রাক্তন মুখ্যমন্ত্রীকে। চলছে বিভিন্ন ধরনের স্বাস্থ্য পরীক্ষা।
Be the first to comment