সোমবারই প্রকাশিত হতে চলেছে বুদ্ধদেব ভট্টাচার্যর নতুন বই “স্বর্গের নিচে মহাবিশৃঙ্খলা”

Spread the love

সোমবার আনুষ্ঠানিকভাবে প্রকাশিত হচ্ছে বুদ্ধদেব ভট্টাচার্যের নতুন বই “স্বর্গের নিচে মহাবিশৃঙ্খলা” ৷ চিনের অগ্রগতির পাশাপাশি সেদেশের গণতন্ত্র নিয়ে পশ্চিমী সমালোচনাই উঠে এসেছে এই বইটিতে ৷ দীর্ঘদিন ধরেই ক্রনিক অবস্ট্রাকটিভ পালমোনারি ডিজিসে ভুগছেন বুদ্ধদেববাবু ৷ ক্রমশ শুকিয়ে যাচ্ছে তাঁর চোখ ৷ বাড়ির বাইরে বেরোনো একেবারেই বন্ধ। আর সেই অবস্থাতেও নতুন বইয়ের ডিকটেশন দিয়েছেন ৷ সেজন্য রোজ দু’বেলা তাঁর পাম অ্যাভিনিউয়ের বাড়ি যেতেন এক দলীয় কর্মী ৷

গত ৬ সেপ্টেম্বর তাঁকে ভর্তি করতে হয় হাসপাতালে ৷ তিনদিন পরে বাড়ি ফেরেন তিনি ৷ কয়েক ঘণ্টা বিশ্রামের পর ফের শুরু করেন বাকি ডিকটেশনের কাজ ৷ এরপর তড়িঘড়ি বই ছাপিয়ে সোমবারই তা প্রকাশ করতে চলেছে ন্যাশনাল বুক এজেন্সি ৷ দাম ধার্য করা হয়েছে মাত্র ৬০ টাকা ৷

জানা গিয়েছে, বইটির নামও নিজেই দিয়েছেন বুদ্ধবাবু ৷ মাও সে তুংয়ের “গ্যাং অফ ফোর” নামে একটি চিঠি থেকে। সেই চিঠিতে “স্বর্গের নিচে মহাবিশৃঙ্খলা” শব্দবন্ধটি ব্যবহার করেছিলেন তিনি। তা থেকেই প্রাক্তন মুখ্যমন্ত্রী নিজের বইয়ের নাম নির্বাচন করেছেন। কীভাবে একটি পিছিয়ে পড়া দেশ থেকে চিনের অগ্রগতি হয়েছে, তার বিররণ দিয়েছেন বইটিতে ৷ রয়েছে চিনের গণতন্ত্র নিয়ে পশ্চিমী সমালোচনা বিষয়ক আলোচনা ৷ বইটি প্রমোদ দাশগুপ্তকে উৎসর্গ করেছেন বুদ্ধদেববাবু ৷ যাঁর সঙ্গেই চিনে গিয়েছিলেন তিনি ৷ সেখানেই প্রমোদবাবুর আকস্মিক মৃত্যু হয় ৷ আর তাঁর দেহ নিয়ে দেশে ফেরেন বুদ্ধবাবু ৷

প্রকাশক সংস্থার নিজস্ব স্টলের পাশাপাশি দুর্গাপুজোর সময় সিপিআই(এম)-এর বিভিন্ন স্টলেও পাওয়া যাবে এই বই ৷

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*