প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যকে মেকানিক্যাল ভেন্টিলেটর সাপোর্টের বাইরে এনে নন-ইনভেসিভ ভেন্টিলেটর সাপোর্ট অর্থাৎ বাইপ্যাপে রাখা হয়েছে। তবে, এখনও তাঁর শারীরিক অবস্থা সংকটে রয়েছে । হাসপাতাল সূত্রে এমনই জানা গিয়েছে।
প্রসঙ্গত, গত বুধবার আলিপুরে অবস্থিত বেসরকারি হাসপাতালে ভর্তি করার পর প্রাক্তন মুখ্যমন্ত্রীর শরীরে অক্সিজেনের পরিমাণ বাড়ানোর জন্য তাঁকে নন-ইনভেসিভ ভেন্টিলেটর সাপোর্টে অর্থাৎ বাইপ্যাপে রাখা হয়। তখন থেকে তাঁর শরীরে অক্সিজেনের পরিমাণ নিয়ন্ত্রণে আসে। তবে, বেড়ে যায় কার্বন ডাই অক্সাইডের পরিমাণ৷ এই অবস্থায় তাঁকে মেকানিক্যাল ভেন্টিলেটর সাপোর্টে রাখা হয়।
চিকিৎসকরা জানিয়েছেন, শারীরিক অবস্থার আরও অবনতি হওয়ার আগেই ওইদিন ভেন্টিলেটর সাপোর্টের ব্যবস্থা করা হয়। এদিকে, হাসপাতালে ভর্তি করার পর থেকে গত বুধবার রাত পর্যন্ত হাসপাতাল কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছিল, চিকিৎসায় সাড়া দিলেও প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য অজ্ঞান রয়েছেন। যার জেরে উদ্বেগে ছিলেন চিকিৎসকরা। তবে, বুধবার গভীর রাতে বুদ্ধবাবুর জ্ঞান ফেরে। যদিও, তাঁকে ঘুম পাড়িয়ে রাখা হয়।
Be the first to comment