তিন দিনের টানাপোড়েন কাটিয়ে এখন অনেকটাই সুস্থ বুদ্ধবাবু। চিকিৎসকরা জানান, মেকানিক্যাল ভেন্টিলেশন থেকে গতকাল সাড়ে ১১টায় বের করে আনার পর থেকে পরবর্তী ২৪ ঘণ্টা ভালোভাবেই সাড়া দিয়েছেন তিনি।
বুদ্ধবাবুর শারীরিক অবস্থার উন্নতি বিশদে পর্যবেক্ষণের পর খুব শীঘ্রই তাঁকে হাসপাতাল থেকে ছাড়ার বিষয়টি চূড়ান্ত করা হবে। হাসপাতাল সূত্রে খবর, সোম অথবা মঙ্গলবার ডিসচার্জ করা হতে পারে তাঁকে। হাসপাতালের তরফে, সিইও রুপালি বাসু জানিয়েছেন, “চিকিৎসকদের সঙ্গে উনি কথা বলছেন। রাইলস টিউবও দ্রুত খুলে দেবার ব্যাপারে ভাবনাচিন্তা শুরু হয়েছে।”
Sri Buddhadeb Bhattacharjee/ Clinical update/ 5pm
He has black tea orally. He will have soup in the evening time.
He had Physiotherapy and sat at the edge of the bed and dangled his legs so as to augment limb movement.
All other clinical parameters are within acceptable limits. Doctors are satisfied with his progress.
Discharge planning is also started. Probably next week he will be able to get back to domiciliary/ home care
Thank you
Be the first to comment