অতিমারী করোনার জেরে থমকে গিয়েছে শিক্ষার গতি। বাধা পড়েছে প্রথাগত শিক্ষাদানে। আর সেকারণেই অতিমারী পরিস্থিতিতে জরুরি হয়ে উঠেছে অনলাইনে শিক্ষাদান।
এদিন বাজেট বক্তৃতায় অনলাইন শিক্ষাদান, পঠনপাঠন নিয়ে একগুচ্ছ নতুন ঘোষণা করলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ।এদিন সীতারমণ সারা দেশের পড়ুয়াদের জন্য ‘ডিজিটাল বিশ্ববিদ্যালয়’ তৈরির কথা জানান। একইসঙ্গে ‘ওয়ান ক্লাস উইথ ওয়ান টিভি চ্যানেল’ চালু হবে বলে বলেও জানান কেন্দ্রীয় অর্থমন্ত্রী। তিনি বলেন, “করোনা পরিস্থিতিতে বিকল্প শিক্ষাপদ্ধতি ভীষণভাবেই গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। এই কারণে পিএম ই-বিদ্যার আওতায় ওয়ান ক্লাস উইথ ওয়ান টিভি চ্যানেলের সংখ্যা বাড়ানো হচ্ছে। ১২ থেকে বাড়িয়ে ২০০ করা হচ্ছে সংখ্যাটা। এটা সকল রাজ্যকে আঞ্চলিক ভাষায় প্রথম শ্রেণি থেকে দ্বাদশ শ্রেণি পর্যন্ত বিকল্প শিক্ষাদানে সহায়তা করবে।”
Be the first to comment