শুক্রবার বাজেট পেশের আগে শেয়ার বাজার চাঙ্গা থাকলেও বাজেট পেশের পরই পাল্টে গেলো ছবি। এক ধাক্কায় অনেকটাই নেমে গেলো শেয়ারসূচক। সেনসেক্স পড়লো ৩০০ পয়েন্টের বেশি। নিফটি পড়ল ১০০ পয়েন্ট। উল্লেখ্য, এদিন বাজেট পেশের আগেই BSE সূচক ৪০ হাজার ছাড়িয়ে যায়।
এদিন বাজেট পেশের পর দেখা যায় দাদাল স্ট্রিটের হাল খুবই খারাপ। বাজার খোলার সময় সেনসেক্স ছিল ৩৯,৯৬০। বাজেট শেষ হতে যা কমে ৩৯,৬০০-র ঘরে চলে আসে। বাজার খোলার সময় নিফটি ছিল ১১,৯৪৬। বাজেট শেষ হতেই তা ১১, ৮৪৬-এ নেমে যায়।
Be the first to comment