হালুয়া অনুষ্ঠান দিয়ে শুরু হল সাধারণ বাজেটের প্রক্রিয়া

Spread the love

হালুয়া অনুষ্ঠানের প্রথা দিয়ে আজ থেকেই আনুষ্ঠানিকভাবে শুরু হল ২০২০ সালের সাধারণ বাজেটের প্রক্রিয়া । আজ থেকেই বাজেটের জন্য যাবতীয় নথি ছাপানোর কাজ শুরু হয়ে যাচ্ছে ।

সামনেই রয়েছে কেন্দ্রীয় বাজেট ৷ গত বছরের আর্থিক ঘাটতি এই বছরে পূরণ করার দিকে নজর থাকবে কেন্দ্রের । চলতি আর্থিক বর্ষে জিডিপি ৫ শতাংশ পর্যন্ত বৃদ্ধি পাবে বলেও বলা হচ্ছে । ২০২১-২১ আর্থিক বর্ষে চাকরির সুযোগ বাড়ানোর পাশাপাশি, উপভোক্তাদের চাহিদা বৃদ্ধির দিকেও নজর দেওয়া হবে ।

উপভোক্তাদের চাহিদা বাড়ানোর জন্য আগামী আর্থিক বর্ষে ব্যক্তিগত আয়করেও বেশ কিছুটা ছাড় দেওয়া হবে বলে অনুমান করছে ওয়াকিবহাল মহল। নর্থ ব্লকে আজ হালুয়া অনুষ্ঠানের উদ্বোধন করেন অর্থমন্ত্রী নির্মলা সীতারমন । ১ ফেব্রুয়ারি তিনি সাধারণ বাজেট পেশ করবেন।

বাজেট পেশের আগে হালুয়া অনুষ্ঠানের প্রথা বহুদিনের । এই হালুয়া মন্ত্রকের সমস্ত কর্মচারীদের দেওয়া হয় । অর্থমন্ত্রী নিজেও খান এই হালুয়া । আজকের এই অনুষ্ঠানের পর বাজেটের কাজে যেসব কর্মীরা যুক্ত থাকেন, তাঁদের দশ দিনের জন্য নর্থ ব্লকের বেসমেন্টে নিয়ে যাওয়া হয় । বাজেট পেশের পরেই তাঁরা বাইরে আসেন । বাজেটের কোনও খবর যাতে আগে থেকে বাইরে না আসে, সেই জন্যই এই কড়াকড়ি ।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*