মমতার বাজেট পেশের শুরুতে বিধানসভায় বিক্ষোভ বিজেপি বিধায়কদের

Spread the love

বিধানসভায় ভোট অন অ্যাকাউন্ট পেশ করার শুরুতেই বিপত্তি৷ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অন্তর্বর্তী বাজেট পেশ করা শুরু করতেই বিক্ষোভ শুরু করেন বিজেপি বিধায়করা৷ তাঁরা ওয়েলে নেমে বিক্ষোভ শুরু করেন ৷

এবার যেহেতু রাজ্যে বিধানসভা ভোট রয়েছে৷ তাই রাজ্য সরকার নিয়ম মেনে অন্তর্বর্তী বাজেট বা ভোট অন অ্যাকাউন্ট পেশ করছেন৷ এবার অর্থমন্ত্রী অমিত মিত্র অসুস্থ৷ সেই কারণে বাজেট পেশ করছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷

এবারের বাজেট আগেই বয়কট করেছেন বামফ্রন্ট ও কংগ্রেসের বিধায়করা৷ তাঁরা সভায় উপস্থিত হননি৷ কিন্তু বাজেট বক্তৃতা শুরু হতেই বিক্ষোভ দেখাতে শুরু করেন বিজেপি বিধায়করা৷ তার ফলে বাজেট বক্তৃতা শুরু করেও থেমে যেতে হয় ৷ একাধিকবার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় থামার কথা বললেও, শোননেনি কেউ ৷

কিছুক্ষণ পর পরিস্থিতি স্বাভাবিক হয়৷ তার পর অন্তর্বর্তী বাজেট পেশ শুরু করেন মুখ্যমন্ত্রী৷ তবে তার আগে বিজেপি বিধায়কদের এই আচরণের সমালোচনা করেন৷ মুখ্যমন্ত্রীর কথায়, তিনি একাধিকবার রেল বাজেট পেশ করেছেন৷ তাছাড়া সংসদে একাধিক সাধারণ বাজেট পেশ করার উপস্থিত থেকেছেন৷ বাজেট পেশের সময় গোলমাল না করাই সৌজন্যতা৷
বাজেট বক্তৃতাতেও রাজ্য সরকারের তরফে কেন্দ্রীয় বঞ্চনার অভিযোগ তোলা হয়েছে৷ করোনা প্যানডেমিক আমফানের সময় কেন্দ্র বাংলাকে বঞ্চনা করেছে বলেও তিনি অভিযোগ করেন৷ কিন্তু তা সত্ত্বেও রাজ্য সরকার বাংলার উন্নয়নে এগিয়ে নিয়ে গিয়েছেন বলে জানানো হয়েছে বাজেটে৷

এছাড়া এদিন রাজ্য বাজেটে মুখ্যমন্ত্রী যা যা বলেছেন, তা হল –

২০২১-২২ আর্থিক বছরে ব্যয় বরাদ্দের জন্য ২ লক্ষ ৯৯ হাজার 688 কোটির বাজেট পেশ করা হয় ৷ গত ১০ বছরে ১০০ দিনের কাজে রাজ্য সরকার ৭.৪ কোটি গ্রামের মানুষকে কাজ দিয়েছে ৷ চলতি বছরে কাজ দেওয়া হয়েছে ১.১ কোটি গ্রামের মানুষকে ৷ এর ফলে দেশের মধ্যে এক নম্বরে উঠে এসেছে পশ্চিমবঙ্গ ৷

গত ১০ বছরে ১ কোটি ১২.৫ লক্ষ কর্মসংস্থান সৃষ্টি করা হয়েছে ৷ সরকারি, আধা সরকারি ও বেসরকারি স্তর এবং স্বনিযুক্তি কর্মসংস্থানকে ধরে ১.৫ কোটি নতুন কর্মসংস্থান সুযোগ সৃষ্টি করা সম্ভব হবে ৷ এই প্রস্তাব বাস্তবায়িত করা হচ্ছে ১২ হাজার ৩০ কোটি টাকা৷

আগামী তিন বছরে বিশেষ উদ্যোগ নিয়ে বিভিন্ন বিভাগে ও পুলিশ প্রশাসনের শূন্যপদগুলিতে নিয়োগ শেষ করা হবে ৷ রাজ্যের পশ্চিম অংশের অনুর্বর জমিতে মাটির সৃষ্টি প্রকল্প চলছে৷ এই প্রকল্পে আগামী বছর আরও ১৪ হাজার একর জমির উপর এই পরিকল্পনা করা হয়েছে ৷ এতে কর্মসংস্থান বাড়বে ৷

পুরুলিয়া জেলার রঘুনাথপুরে শিল্পনগরী গড়ে তোলা হবে ২৪৩৯ একর জমির উপর ৷ এই প্রকল্পের নাম দেওয়া হয়েছে কর্মসুন্দরী প্রকল্প৷ এর জন্য আগামী অর্থবর্ষে ১০০ কোটি টাকা ব্যয় বরাদ্দ করার প্রস্তাব দেওয়া হয়েছে ৷

আগামী ২ বছরের মধ্যে অন্ডাল বিমান বন্দরকে আন্তর্জাতিক উড়ানের জন্য উপযোগী করে গড়ে তোলা হবে ৷ এর জন্য আগামী অর্থবর্ষে ১৫০ কোটি ব্যয়বরাদ্দ করার প্রস্তাব দেওয়া হয়েছে ৷

ইএম বাইপাস থেকে নিউটাউন পর্যন্ত উড়ালপুল নির্মিত হবে৷ জীবনানন্দ সেতু থেকে দেশপ্রাণ শাসমল রোড পর্যন্ত প্রিন্স আনোয়ার শা রোজে একটি উড়ালপুল তৈরি হবে৷ উল্টোডাঙা থেকে পোস্তা পর্যন্ত উড়ালপুল৷ পাইকপাড়া থেকে শিয়ালদা উড়ালপুল৷ গড়িয়া থেকে যাদবপুর পর্যন্ত উড়ালপুল৷ পথচারীদের জন্য পার্কসার্কাস কানেক্টরে স্কাইওয়াক৷ মাঝেরহাট-টালিগঞ্জ ও যাদবপুর-গড়িয়া উড়ালপুল৷ এই প্রকল্পগুলির জন্য আগামী অর্থবর্ষে ২৪৭৫ কোটি টাকা ব্যয় বরাদ্দের প্রস্তাব করা হল৷ সেতুগুলি তৈরি করবে ওয়েস্ট বেঙ্গল হাইওয়ে অ্যান্ড ব্রিজ কর্পোরেশন৷ পশ্চিমবঙ্গ হাইওয়ে কর্পোরেশনের নাম বদলে এই নতুন কমিশন তৈরি করা হবে৷

রাজ্যে ৩৭৩টি পুরনো সেচ ও নিকাশি খালগুলির উপর কাঠের সেতুর পরিবর্তে নতুন কংক্রিট সেতু তৈরি হবে ৷ পর্যটন শিল্পকে চাঙ্গা করতে ৫০ হাজার থেকে ১০ লক্ষ টাকা পর্যন্ত ব্যাঙ্ক ঋণ দেওয়া হবে ৷ প্রথম বছরে সুদের ৫০ শতাংশ রাজ্য সরকার বহন করবে ৷ এর জন্য ১০ কোটি টাকা আগামী অর্থবর্ষে বরাদ্দ করার কথা বলা হয়েছে ৷

যাত্রীবাহীগড়ির রোড ট্যাক্স ২০২১ এর ১ জানুয়ারি থেকে ৩০ জুন পর্যন্ত মকুব করা হল ৷

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*