প্রতীকী ছবি,
লাল দেখলে ষাঁড় নাকি তাড়া করে। প্রচলিত এ কথা এমন ভাবে সত্যি হবে তা বোধহয় কল্পনাতেও ছিল না হুগলি জেলার বামকর্মীদের। শুধু তো তাড়া নয়। এক জোড়া ষাঁড়ের তাণ্ডবে সুসজ্জিত মিছিল নিমেষের মধ্যে ছারখার হয়ে গেল, ষাঁড়ের গুঁতোয় হাসপাতালে ভর্তি হতে হলো ৮ সিপিএম কর্মীকে। মোট আহতের সংখ্যা ১৫।
মঙ্গলবার সন্ধে সাড়ে সাতটা নাগাদ এই ঘটনা ঘটে হুগলির উত্তরপাড়া থানা এলাকার কোতরং ধর্মতলায়।
সোমবার হুগলির বৈঁচি থেকে শুরু হয়েছিল বাম গণসংগঠনগুলির যৌথমঞ্চের পদযাত্রা। দু’দিন ধরে হাঁটার পর বুধবার কলকাতায় বামেদের সমাবেশে যোগ দেওয়ার কথা ছিল পদযাত্রীদের। তার মধ্যেই ঘটে যায় এই রক্তারক্তি।
কোন্নগরের এক এসএফআই নেত্রী বলেন, “দুটো কালো ষাঁড় মারামারি করছিল। ব্যাপারটা দেখেই প্রায় ১৫০ মিটার দূরে দাঁড়িয়ে যায় মিছিল। কিন্তু মাইকে স্লোগানের আওয়াজ শুনে আরও মিছিলের দিকে এগিয়ে আসে ষাঁড় দুটো। এরপর মিছিলের মধ্যে ঢুকে পড়ে তাণ্ডব চালায়।”
রাতেই আহতদের হাসপাতালে দেখতে যান সিপিএমের জেলা নেতারা। বুধবার দুপুরে দুই বাম কর্মীকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হলেও এখনও হাসপাতালে ভর্তি ৬ জন সিপিএমকর্মী।
Be the first to comment