আহিরিটোলার পর এবার রবীন্দ্র সরণি। ফের কলকাতায় পুরানো বাড়ি ভেঙে ঘটল দুর্ঘটনা। পুজোর আগে সামান্য বৃষ্টিতেই হুড়মুড়িয়ে ভেঙে পড়ল মেছুয়া পট্টির ১৫৬ রবীন্দ্র সরণি এলাকার এক পুরানো বাড়ির একাংশ। এই দুর্ঘটনায় কমপক্ষে ২ জনের মৃত্যু হয়েছে।
এলাকার বাসিন্দারা জানিয়েছেন, বাড়িটির দোতলার বারান্দা ভেঙে পড়েছে। ২ জনের মৃত্যু ছাড়াও এই দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন বেশ কয়েকজন ৷ চিকিৎসার জন্য তাঁদের হাসপাতালে ভর্তি করানো হয়েছে। মৃতদের মধ্যে একজনের নাম মহম্মদ তৌফিক বলে জানা গিয়েছে। তাঁর বয়স ২৪ বছর। অপর আরেক মৃত ব্যক্তির নাম রাজীব গুপ্ত, বয়স ৪৭ বছর ৷ তাঁদের দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।
জানা গিয়েছে, মৃত দুই ব্য়ক্তি ওই বাড়ির বাসিন্দা নন। এদিন তাঁরা ওই বাড়ির সামনে দিয়ে যাচ্ছিলেন। সে সময় আচমকাই ওই বাড়ির একাংশ ভেঙে আহত হন তাঁরা। হাসপাতালে নিয়ে যাওয়া হলে তাঁদের বলে মৃত ঘোষণা করা হয়।
Be the first to comment