কাশ্মীরের সাংবাদিক সুজাত বুখারির সম্ভাব্য হত্যাকারীদের একজনকে গ্রেফতার করেছে পুলিশ। চতুর্থ হত্যাকারী সন্দেহে তার ছবি শুক্রবারই প্রকাশ করেছিল কাশ্মীর পুলিশ। তার কিছুক্ষণের মধ্যেই ধরা পড়ে সে। নাম জুবেইর কায়ুম। ছবিতে তাকে সুজাতের গাড়ির কাছে মৃতদেহ পরীক্ষা করতে দেখা যাচ্ছে। জুবেইর সেখান থেকে একটা পিস্তল তুলে নিয়ে পালায়। পিস্তলটি তার কাছ থেকে উদ্ধার হয়েছে। তাকে জেরা চলছে। পুলিশের প্রকাশ করা সুজাতের সন্দেহভাজন হত্যাকারীদের ছবিতে রয়েছে তিনজন বাইক আরোহীর দুটি ছবি। সিসিটিভিতে ধরা পড়েছে এই ছবি। বাইক আরোহীদের মুখ ঢাকা। একজনের মাথায় হেলমেট। এদের সনাক্তকরণের জন্য আবেদন জানানো হয়েছে নাগরিকদের কাছে।
শ্রীনগরের সিটি সেন্টারের প্রেস এনক্লেভে তাঁর সংবাদপত্রের অফিসের বাইরে জঙ্গিদের হাতে বৃহস্পতিবার খুন হয়েছেন। দ্য হিন্দু কাগজের দীর্ঘদিনের সংবাদদাতা অফিস থেকে বেরিয়ে তাঁর নিজের গাড়িতে উঠতেই আততায়ীরা গুলি চালায়। জখম হন তাঁর দেহরক্ষীরাও। হাসপাতালে নিয়ে যাওয়ার আগেই মৃত্যু হয় বুখারির। তিনি রাইজিং কাশ্মীর ইংরেজি সংবাদপত্রেরও সম্পাদক ছিলেন। এখনও কোনও জঙ্গিগোষ্ঠী এই হত্যার দায় নেয়নি। তবে পাক স্বরাষ্ট্রমন্ত্রক এক বিবৃতিতে এই হত্যার নিন্দা করেছে। বলেছে, দায়িত্ববান সংবাদিক বুখারির হত্যার নিন্দার ভাষা নেই। বুখারির স্ত্রী ও এক পুত্র ও কন্যা রয়েছে। কাশ্মীরে বহু শান্তি উদ্যোগে জড়িত ছিলেন বুখারি।
Be the first to comment