উত্তপ্রদেশের বুলন্দশহরে হিংসা এবং পুলিশ অফিসার খুনের ঘটনায় আরও পাঁচজনকে গ্রেফতার করল পুলিশ। মঙ্গলবার রাতে রাজ্যের লখনৌ এবং আগ্রা থেকে পাঁচজনকে ধরে পুলিশ। এদের মধ্যে তিনজন গোহত্যা এবং বাকি দু’জনকে জনতাকে উস্কে হিংসা ছড়ানোর অভিযোগে গ্রেফতার করেছে পুলিশ।
৩ ডিসেম্বর গো হত্যার অভিযোগে উত্তেজনা তৈরি হয় বুলন্দসহরে। উন্মত্ত জনতার আক্রোশে মৃত্যু হয় পুলিশ আধিকারিক সুবোধকুমার সিং। এই ঘটনায় উত্তরপ্রদেশ তো বটেই, তোলপাড় পড়ে যায় জাতীয় রাজনীতিতেও। নিহত পুলিশ আধিকারিক ছিলেন মহম্মদ আকলাখ খুনের অন্যতম তদন্তকারী অফিসার। প্রশ্ন ওঠে, তাহলে কি একটা খুন চাপা দিতেই আরেকটা খুন?
এরপরই একটি ভিডিও ফুটেজ সামনে আসায় চাঞ্চল্য তৈরি হয়। ওই ফুটেজে দেখা যায়, বজরং দলের বিক্ষোভের মাঝখান থেকেই গুলি চালাচ্ছেন এক সেনার পোশাক পরা ব্যক্তি। এরপরই সনাক্ত করা হয় জিতু ফৌজিকে। জানা যায়, শ্রীনগরে কর্মরত এই জওয়ান ১৫ দিনের ছুটিতে বুলন্দসহরে বাড়িতে এসেছিলেন। যখন তাঁর খোঁজ করা হয় তখন তিনি উত্তরপ্রদেশ ছেড়ে উপত্যকায় ফিরে গিয়েছেন।
এরপর উত্তরপ্রদেশ পুলিশের একটি বিশেষ দল কাশ্মীরে গিয়ে জওয়ান জিতু ফৌজিকে হেফাজতে নেয়। কিন্তু এখনও অধরা বুলন্দশহরের হিংসা এবং পুলিশ খুনের অন্যতম প্রধান অভিযুক্ত বজরং নেতা যোগেশ রাজকে এখনও ধরতে পারেনি পুলিশ।
Be the first to comment