গোহত্যার নামে পিটিয়ে মারা নয়, গোহত্যার বিরুদ্ধে গ্রামে গ্রামে বৈঠক করছে বুলন্দশহরের পুলিশ। তারা বাসিন্দাদের দিয়ে শপথ নেওয়াচ্ছে। যেসব গ্রামে গোহত্যার ঘটনা ঘটেছে, সেখানে গিয়ে পুলিশ কর্তারা গরু হত্যার বিরুদ্ধে প্রচার চালাচ্ছে, বলছে এটা আইনবিরুদ্ধ। একইসঙ্গে এমন ঘটনার খবর পেলেই তা পুলিশকে জানাতেও বলা হচ্ছে। কারণ তা আইনশৃঙ্খলার সমস্যা হয়ে দাঁড়াচ্ছে।
যেহেতু গোহত্যার টাকায় গোটা পরিবার প্রতিপালিত হয়ে থাকে, তাই গোহত্যা হলে গোটা পরিবারের বিরুদ্ধেই ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে পুলিশ। এই কাজে তারা গ্রামপ্রধান, চৌকিদার এবং লেখপালকে সতর্ক থাকতে বলা হয়েছে। গত ৩ ডিসেম্বর বুলন্দশহরে সুবোধকুমার সিং নামে এক পুলিশ অফিসার ও সুমিত নামে এক গ্রামবাসী মারা যান। সুমিতকে পরে অভিযুক্ত ঘোষণা করা হয়েছে। ওই ঘটনায় জড়িত সন্দেহে ১৮ জনের নাম ও ছবি প্রকাশ করেছে পুলিশ।
Be the first to comment