আজ একটা দারুন উত্তেজনার ম্যাচ জিতে নিল টিম ইন্ডিয়া। খেলার শেষ ওভার পর্যন্ত নিশ্চিত ছিল না কোন দল ম্যাচ জিতবে। জসপ্রীত বুমরাহর অসাধারণ বোলিং ভারতকে সিরিজের তৃতীয় ম্যাচ জেতালো, সাথে সিরিজও।
আজ কানপুরের গ্রীনপার্কে নিউজিল্যান্ড টসে জিতে ভারতকে প্রথম ব্যাট করতে পাঠায়। শুরুতে শিখর ধাওয়ান ১৪ রান করে আউট হয়ে গেলেও রোহিত শর্মা এবং বিরাট কোহলি দ্বিতীয় উইকেট পার্টনারশিপে ২৩১ রান যোগ করে। ৫০ ওভার শেষে ভারতের রান হয় ৬ উইকেটে ৩৩৭। রোহিত ১৩৮ বলে ১৪৭ রান করেন। ইনিংসে ১৮টা চার এবং দুইটি বিশাল ছক্কা আছে। বিরাট কোহলিও তার ৩২তম শতরান করে্ন। তার ১০৬ বলে ১১৩ রানের ইনিংস ৯টা চার এবং ১টি ছয় দিয়ে সাজানো। একই সাথে বিরাট কোহলি একদিনের আন্তর্জাতিকে সবচেয়ে কম সময়ে ৯০০০ রান পূর্ণ করে রেকর্ড গড়েন।
পরে ব্যাট করতে নেমে নিউজিল্যান্ড দুর্দান্ত শুরু করে। একমাত্র বুমরাহ ছাড়া ভারতের কোনো বোলারকে সমীহ করেনি। মুনরো(৭৫), ক্যাপ্টেন উইলিয়ামসন(৬৪), টেলর(৩৯) এবং ল্যাথাম(৬৫) প্রত্যেকেই রান করে নিউজিল্যান্ডকে প্রায় জয়ের দোড় গোড়ায় পৌছে দিয়েছিল। কিন্তু বুমরাহ র অসাধারণ স্পেল তা করতে দেয়নি। চরম উত্তেজনাপূর্ন ম্যাচে বুমরাহ ১০ ওভারে ৪৭ রান দিয়ে ৩ উইকেট নেন। ভারত ম্যাচের সাথে ২-১ এ সিরিজও জিতে নিলো। ম্যান অব দ্য ম্যাচ হয়েছেন রোহিত শর্মা, এবং ম্যান অব দ্য সিরিজ হয়েছেন অধিনায়ক বিরাট কোহলি।
উল্লেখ্য ভারতের সাথে নিউজিল্যান্ডের এরপর শুরু হবে তিনটি টি-২০ সিরিজ। দিল্লীর ফিরোজ শাহ কোটলাতে সিরিজের প্রথম ম্যাচ হবে আগামী ১লা নভেম্বর।
Be the first to comment