বুনিয়াদপুরের রসিদপুরে একটি সিনেমা হলে আগুন, ২ ঘণ্টার চেষ্টায় পরিস্থিতি নিয়ন্ত্রনে

Spread the love
দক্ষিণ দিনাজপুরের বুনিয়াদপুরের রসিদপুরে একটি সিনেমা হলে আগুন লাগল। আজ সকাল সাড়ে ১১টা নাগাদ প্রথমে একটি তুলোর গুদামে আগুন লাগে। এরপর আগুন পাশের সিনেমা হলে ছড়িয়ে পড়ে। দমকলের তিনটি ইঞ্জিন প্রায় ২ ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
স্থানীয় বাসিন্দারা জানান, বেলা ১২টা থেকে রসিদপুরের উত্তরা সিনেমাহলে শো ছিল। ঠিক তার আধঘণ্টা আগে পাশের ওই তুলোর গুদামে আগুন লেগে যায়। সেই আগুন সিনেমাহলেও ছড়িয়ে পড়ে। আশপাশের কয়েকটি বাড়িতেও আগুন লেগে যায়। এলাকার বিদ্যুৎ বিচ্ছিন্ন করে স্থানীয়রা দমকলে খবর দেয়। গঙ্গারামপুর থেকে দমকলের ২টি ইঞ্জিন ঘটনাস্থানে এসে আগুন নেভানোর কাজ শুরু করে। পরে বালুরঘাট থেকে আরও একটি ইঞ্জিন ঘটনাস্থানে যায়। প্রায় ২ ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। স্থানীয় বাসিন্দারা দমকলের বিরুদ্ধে দেরিতে আসার অভিযোগ করেছে। সেকারণে বেশ খানিকক্ষণ বিক্ষোভও চলে। বংশীহারী থানার পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
তুলোর গুদামে কীভাবে আগুন লাগল তা খতিয়ে দেখছে পুলিশ। দমকলের আধিকারিকদের অনুমান শর্টসার্কিট থেকে আগুন লেগেছে। ক্ষয়ক্ষতির পরিমাণ আনুমানিক ৭-৮ লাখ টাকা বলে দাবি স্থানীয়দের। তাঁরা আরও জানান, কিছুদিন আগেও ওই একই তুলোর গোডাউনেই আগুন লাগে। অভিযোগ, তারপরও গুদাম মালিক অগ্নি নির্বাপণ ব্যবস্থা রাখেননি। 

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*