ভোটের মুখে বর্ধমানের গলসিতে বিস্ফোরণ

Spread the love

প্রতীকী ছবি

বিধানসভা নির্বাচনের মধ্যে বিস্ফোরণের ঘটনায় চাঞ্চল্য ছড়াল বাংলায়। পূর্ব বর্ধমানের গলসি এলাকায় একটি বাড়ির সামনে বিস্ফোরণ ঘটে। গলসির ১নং ব্লকের আটপাড়া গ্রামে রবিবার রাত ৯টা নাগাদ বিস্ফোরণ হয় বলে জানা যাচ্ছে। বিকট শব্দে আতঙ্কিত হয়ে পড়েন বাসিন্দারা। বিস্ফোরণের তীব্রতায় আশপাশের কয়েকটি বাড়ি কেঁপে ওঠে। খবর পেয়ে ঘটনাস্থলে যায় গলসি থানার পুলিশ।

গ্রামবাসীদের একাংশের দাবি, শেখ ফটিকের বাড়ির উঠোনের কাছেই বিস্ফোরণের ঘটনা ঘটে। পুরনো বোমা উনুনের পাশে রেখে সেঁকতে গিয়ে বিস্ফোরণ ঘটে।

উল্লেখ্য, এর আগেও ওই গ্রামে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। গত বছর সেপ্টেম্বর মাসে একটি শিশু শিক্ষাকেন্দ্রে বিস্ফোরণ ঘটেছিল। সে সময়ও মজুত বোমা থেকে বিস্ফোরণ ঘটেছিল বলে জানা গিয়েছিল। সেই ঘটনার পর কয়েক মাসের ব্যবধানে ফের বিস্ফোরণের ঘটনায় এলাকায় নতুন করে আতঙ্ক ছড়িয়েছে।

বাড়িতে মজুত রাখা বোমা ফেটেই বিস্ফোরণ বলে প্রাথমিক ভাবে অনুমান পুলিশের। এই ঘটনায় কেউ হতাহত হননি। ঘটনার তদন্ত করছে CID। সামনেই ওই এলাকায় ভোটগ্রহণ রয়েছে। নির্বাচনের মুখে বিস্ফোরণের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে।

প্রসঙ্গত, বিধানসভা নির্বাচন ঘিরে সরগরম রাজ্য রাজনীতি। এবার বাংলায় আট দফায় ভোট। একুশের লড়াইয়ে বাংলার কুর্সি কার হাতে থাকবে? এর উত্তর মিলবে আগামী ২ মে। ওই দিনই ভোটের ফল ঘোষণা। পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনে এবার হিংসা রুখতে তৎপর হয়েছে নির্বাচন কমিশন। নির্বাচনের মুখে পুলিশ-প্রশাসনে একঝাঁক বদল করা হয়েছে। ভোটের দিন ঘোষণার আগেই এবার রাজ্যের বিভিন্ন প্রান্তে এসে পৌঁছয় কেন্দ্রীয় বাহিনী। হিংসা রুখে সুষ্ঠু ও অবাধ ভোট করা এবার কমিশনের কাছে রীতিমতো চ্যালেঞ্জ।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*