ফের বড় অঙ্কের টাকা উদ্ধার হলো শহরে। বড়বাজার এলাকা থেকে উদ্ধার হয়েছে টাকা। এবার টাকার পরিমাণ এক কোটি। ঘটনায় গ্রেফতার করা হয়েছে একজনকে। পুলিশের সন্দেহ, ওই টাকা হাওয়ালার। ধৃতকে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। পুলিশ সূত্রে খবর, গোপন সূত্রে খবর পেয়ে সোমবার রাতে বড়বাজার থানা এলাকার স্ট্র্যান্ড রোডে হানা দেয় পুলিশ। সেখানে আটক করা হয় সঞ্জিৎ সিং নামে এক ব্যক্তিকে। তল্লাশি চালিয়ে তার কাছে উদ্ধার হয় এক কোটি টাকা। যদিও ওই টাকার উৎস সম্পর্কে তথ্য দিতে পারেনি সঞ্জিত। ধৃতকে জিজ্ঞাসাবাদ চলছে। পুলিশের সন্দেহ, এই টাকা হাওয়ালার। ধৃতের বাড়ি বিহারের দানাপুরে।
একের পর এক ধরপাকড়। মূলত বড় বাজার, জোড়াসাঁকো, জোড়াবাগান এলাকায়। কখনও আবার সেন্ট্রাল কলকাতার দুই-একটি জায়গায়। ধরপাকড়ে গ্রেফতার করা হয়েছে কয়েকজনকে। উদ্ধার হয়েছে কয়েক কোটি টাকা। কিন্তু তারপরও হাওয়ালার কারবার বন্ধ হয়নি শহরে। নোট বাতিলের পর কেন্দ্রীয় সরকারের দাবি ছিল, ধসে গেছে হাওয়ালা কারবার। কিন্তু কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা NIA-এর রিপোর্ট বলছে, সেটা ঠিক নয়। পাকিস্তান থেকে এদেশে নোট বাতিলের পরও হাওয়ালার মাধ্যমে ঢুকেছে বহু টাকা। সেই টাকার একটা বড় অংশ এসেছে কলকাতাতেও। এই কারবার শহরে চলছে রমরমিয়ে। গোয়েন্দাদের সন্দেহ, হাওয়ালার মাধ্যমে অর্থ জোগানো হচ্ছে জঙ্গিদের। আর তাই হাওয়ালা কারবারের উপর রাখা হচ্ছে কড়া নজর।
Be the first to comment