বুধবার থেকেই কলকাতায় চালু হয়ে যাচ্ছে সরকারি বাস পরিষেবা। একধিক রুটে বাস চালানোর অনুমতি দিয়েছেন খোদ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়। আপাতত রাজ্য পরিবহন নিগম ১৫ টি রুটে বাস চালানোর সিদ্ধান্ত নিয়েছে বলে জানা গিয়েছে।
আপাতত জানা গিয়েছে, হাওড়া থেকে কামালগাজি (S24) হাওড়া থেকে নিউটাউন (S12) হাওড়া থেকে গড়িয়া (S7, S5) হাওড়া থেকে ঠাকুরপুকুর (S12D) হাওড়া থেকে বারুইপুর (C26) এসপ্ল্যানেড থেকে আমতলা (C37) ডানলপ থেকে বালিগঞ্জ (S9A) যাদবপুর থেকে করুণাময়ী (S9) জোকা থেকে বারাসত (C8) উল্টোডাঙা থেকে সল্টলেক (ST7) বারাসত থেকে গড়িয়া (S37) টালিগঞ্জ করুণাময়ী থেকে নিউটাউন (ST6)৷ – এই রুটগুলিতে বাস চলাচলের ব্যবস্থা করা হয়েছে।
তবে মুখ্যমন্ত্রীর কড়া নির্দেশ রয়েছে বাসে ২০ জনের বেশি যাত্রী নেওয়া যাবে না। এই নির্দেশ গ্রিণ ও অরেঞ্জ জোনকে আগেই দেওয়া হয়েছিল, তবে মাত্র ২০ জন যাত্রী নিয়ে বাস চালানোয় উৎসাহ পায়নি বাস মালিক ও সংগঠনগুলি। ফলে মুখ্যমন্ত্রী পরামর্শ দিলেও গ্রিন ও অরেঞ্জ জোনে এখনও বাস চলাচল স্বাভাবিক হয়নি।
অন্যদিকে লকডাউন পরবর্তী পরিস্থিতিতে বাসের ভাড়া বৃদ্ধি পেতে পারে বলে মনে করা হচ্ছে। তবে সেটা কতটা কী বাড়বে সে প্রসঙ্গে এখনও কিছু জানা যায়নি।
বাসের পাশাপাশি বুধবার থেকে কলকাতায় চালু হচ্ছে ক্যাব পরিষেবাও। তবে ক্যাবে যাত্রী উঠতে পারবেন মাত্র ২ জন। তাঁদের বসতে হবে পিছনের সিটে। ক্যাবে যাতায়াতে লাগবে ই-পাস। প্রতিটি ক্যাবে মাস্ক, গ্লাভস, ফেস শিল্ড বাধ্যতামূলক ৷ থাকতে হবে স্যানিটাইজারও।
আপাতত অ্যাপ ক্যাব চলবে কলকাতা, বিধাননগর, ব্যারাকপুর, হাওড়া সিটি পুলিশ এলাকায়৷ কিন্তু কোনও কন্টেইনমেন্ট জোন থেকে যাত্রীদের তোলা ও নামানো যাবেনা বলে নির্দেশ দিয়েছে পরিবহণ দফতর।
Be the first to comment