জেলার পর এবার কলকাতাতেও পোস্টার পড়ল বাস মালিকদের। বয়ান স্পষ্ট – ডিজেল-সহ আনুষঙ্গিক জিনিসপত্রের মূল্যবৃদ্ধির সঙ্গে সামঞ্জস্য বজায় রেখে বাসের ভাড়া না-বাড়ালে আত্মশাসনের পরবর্তী অধ্যায়ে ক্রমশ গণপরিবহণ চালু হলেও যাত্রী পরিষেবা দেওয়া সম্ভব নয়। তাতে যাত্রীদের দুর্ভোগ বাড়লেও কিছু করার নেই।
বাসমালিকদের দুই সংগঠন অল বেঙ্গল বাস-মিনিবাস সমন্বয় সমিতি এবং সিটি সাবার্বান বাস সার্ভিসের সদস্যদের বক্তব্য, রাজ্য সরকার যদি বেসরকারি বাসের ভাড়াবৃদ্ধি নিয়ে অবিলম্বে কোনও সিদ্ধান্তে না আসে, তবে শহরের রাজপথ থেকে এক-তৃতীয়াংশ বেসরকারি বাসই লোপাট হয়ে যাবে। চরম অর্থাভাবে ভুগতে থাকা বাসমালিকরা বাধ্য হবেন শহরের উত্তর, মধ্য ও দক্ষিণ ভাগের প্রায় ৩০টি রুটে ৫০% বা তারও বেশি বাস বন্ধ করে দিতে।
Be the first to comment