ডিজেলের দাম বৃদ্ধির জেরে ভাড়া বাড়ানো হল বাসের। বুধবার নবান্ন থেকে এমনই ঘোষণা করলেন পরিবহনমন্ত্রী শুভেন্দু অধিকারী। প্রতি ধাপে ১ টাকা করে ভাড়া বাড়ানো হচ্ছে বলে জানিয়েছেন তিনি। এছাড়া অদূর ভবিষ্যতে বাড়তে চলেছে ট্যাক্সি ভাড়াও।
একইসঙ্গে জলপথের যানবাহনের ভাড়াও বাড়ানোর ইঙ্গিত দিয়েছেন মন্ত্রী। বৃহস্পতিবারই বাস মালিকরা ধর্মঘটের ডাক দিয়েছেন। বুধবার নবান্নে বাস ও ট্রাক মালিকদের সঙ্গে বৈঠক ছিল রাজ্য সরকার। বৈঠক শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে ভাড়া বাড়ানোর কথা জানান শুভেন্দু অধিকারী।
উল্লেখ্য এর আগে ২০১৪ সালে শেষবার ভাড়া বেড়েছিল বাসের। আগামী দিনে ডিজেলের দাম কমলে বাসের ভাড়া কমানো হবে বলেও উল্লেখ করেন তিনি। সমস্ত ডিজেল চালিত যানবাহনের ভাড়া বাড়ানো হচ্ছে। বাস-ভাড়া বৃদ্ধির দাবিতে বাস ধর্মঘটের ডাক দিয়েছিল বাস মালিকরা৷ কলকাতা, দুই চব্বিশ পরগণায় এই বাস ধর্মঘটের জেরে ভোগান্তির আশঙ্কাও তৈরি হয়েছিল। বাস মালিকদের সংগঠন জয়েন্ট কাউন্সিল অব বাস সিন্ডিকেট এই ধর্মঘটের ডাক দিয়েছিল ৷ এরপরই বাস মালিকদের সঙ্গে বৈঠকে বসে রাজ্য সরকার। প্রসঙ্গত, অনেক দিন আগেই অবশ্য প্রস্তাবিত বাস ভাড়া সরকারের কাছে জমা দেয় বাস মালিকরা। কমপক্ষে ৯ টাকা ভাড়া বৃদ্ধি করার দাবি জানানো হয়।
Be the first to comment