পূর্ব ঘোষণা অনুযায়ী সোমবার থেকে বর্ধিত ভাড়া লাগু হয়েছে রাজ্যে। কিন্তু সব বাসেই এখনই বর্ধিত ভাড়া নেওয়া হবে না। এমনটাই জানাল জয়েন্ট কাউন্সিল অব বাস সিন্ডিকেট। সিন্ডিকেটের সাধারণ সম্পাদক তপন বন্দ্যোপাধ্যায় জানান, রবিবার পর্যন্ত অনেকেই নতুন ভাড়ার চার্ট পাননি। যাঁরা চার্ট পাননি, তাদের বাসে আজ বর্ধিত হারে ভাড়া নেওয়া হবে না।
অল বেঙ্গল বাস-মিনিবাস সমন্বয় কমিটির সাধারণ সম্পাদক রাহুল চট্টোপাধ্যায় বলেন, চার্ট ইস্যুর জন্য শনি-রবিবার আরটিএ দফতরগুলি খোলা ছিল। বহু রুটের জন্যই চার্ট ইস্যু করা হয়েছে। তবে এটাওঠিক, সবাই এখনও চার্ট পাননি। বিভ্রান্তি এড়াতেই যারা চার্ট পাননি, তাদের বর্ধিত ভাড়া না নিতে বলা হয়েছে। দু’-এক দিনের মধ্যেই পরিস্থিতি পুরোপুরি স্বাভাবিক হয়ে যাবে বলেও আশা প্রকাশ করেন তিনি।
অন্যদিকে বেঙ্গল ট্যাক্সি অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক বিমল গুহ বলেন, ভাড়ার বিল এখনই দেওয়া যাবে না। ভাড়াবৃদ্ধি হওয়ায় সেইমতো মিটারে আদল-বদল করতে হবে। সেই কাজ দু’-এক দিনে সম্ভব নয়। আপাতত পুরনো মিটারে কত কিলোমিটারের জন্য কত ভাড়া হয়, তার সঙ্গে ভাড়ার নয়া হার যুক্ত করে ভাড়া নেওয়া হবে। এজন্য আলাদা একটি তালিকাও তৈরি করা হয়েছে। তা বিভিন্ন ট্যাক্সিতে থাকবে।
Be the first to comment