
রোজদিন ডেস্ক, কলকাতা:- এবার কি তাহলে ভারত-পাক যুদ্ধ শুরু হয়ে গেল? জানা গিয়েছে, বৃহস্পতিবার গভীর রাত থেকে জম্মু-কাশ্মীরের নিয়ন্ত্রণরেখা থেকে গুলি ছুড়ছে পাক সেনা। পালটা জবাব দিচ্ছে ভারতও। গুলির লড়াইয়ে এখনও কোনও হতাহতের খবর মেলেনি। (এই প্রতিবেদন লেখা পর্যন্ত গুলির লড়াই চলছে)
প্রসঙ্গত, পহেলগাঁওয়ে জঙ্গি হামলার ঘটনার পর থেকেই তলানিতে ঠেকে যাওয়া ভারত-পাক কূটনৈতিক সম্পর্ক আরও তলানিতে চলে গিয়েছে। এমন পরিস্থিতিতে ভারত যেমন প্রত্যাঘাত হানার প্রস্তুতি নিচ্ছে তেমনই সীমান্তের ওপারেও দেখা যাচ্ছে সামরিক তৎপরতা বৃদ্ধি। আর এরই মধ্যে নিয়ন্ত্রণরেখা বা ‘এলওসি’-র কাছে ভারতীয় সেনাঘাঁটি লক্ষ্য করে গুলি চালিয়ে দিল পাক সেনা। সংবাদ মাধ্যম সূত্রের খবর অনুযায়ী, ভারতীয় সেনার এক আধিকারিক এই হামলার কথা স্বীকার করে নিয়ে জানিয়েছেন যে, পাকিস্তানি সেনা সীমান্তে গুলি চালিয়েছে। প্রত্যাঘাত করেছে ভারতীয় সেনাও। ভারতীয় সেনার তরফে কেউ হতাহত হয়নি এই হামলায়।
Be the first to comment