তিন লক্ষেরও বেশি গাছ লাগানো হচ্ছে বক্সার জঙ্গলে

Spread the love

বক্সার জঙ্গলে পূর্ব ও পশ্চিম দুটি ডিভিশনে নিবিড় চারা রোপণের কাজ শুরু করল বন বিভাগ। জানা যায় এবছরের মধ্যে ৩ লক্ষ ২৫ হাজার মিশ্র প্রজাতির গাছের চারা রোপণ করা হবে. পশ্চিম ডিভিশনে ৭৫ হেক্টর এবং পূর্ব ডিভিশনে প্রায় ৫০ হেক্টর জমি চিহ্নিত হয়েছে। প্রতি হেক্টরে আপাতত আড়াই থেকে তিন হাজার গাছের চারা রোপণ করা হবে।

জানা যায় দেশে মিশ্র প্রজাতির গাছে সাজানো যে কটি জাতীয় উদ্যান ও ব্যাঘ্র প্রকল্প রয়েছে, তার অন্যতম বক্সা। বক্সা যেহেতু মিশ্র প্রজাতির গভীর অরণ্য তাই খুব স্বাভাবিকভাবে নতুন ৩ লক্ষ ২৫ হারা চারা গাছের মধ্যেও থাকছে বৈচিত্র্য। জঙ্গলের একেবারে গভীরে প্রায় প্রায় ৪০ হেক্টর জমিতে ৪ রকমের ঘাস লাগিয়ে বিশেষ ঘাসবন তৈরী করা হবে।

আমলকী, চালতা, হরিতকী, বহেরা ইত্যাদি গাছ থাকবে। বড় গাছের মধ্যে গামারি, চিকমারি, অর্জুন, কালসাঁজ সহ বহু প্রজাতির বিভিন্ন গাছ থাকছে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*