৪টি লোকসভা ও মহেশতলা সহ ১০টি বিধানসভা কেন্দ্রে শুরু হয়েছে উপনির্বাচন, ৩১মে ফলাফল

Spread the love
আজ মহারাষ্ট্রের পালঘর ও ভান্ডারা-গোন্দিয়া কেন্দ্র, উত্তরপ্রদেশের কৈরানা কেন্দ্র এবং নাগাল্যান্ডের নাগাল্যান্ড লোকসভা কেন্দ্রে শুরু হয়েছে উপনির্বাচন। প্রসঙ্গত, চলতি বছরের শুরুতে মারা যান পালঘরের বিজেপি সাংসদ চিন্তামন ভাঙ্গা। ভান্ডারা-গোন্দিয়া কেন্দ্রের বিজেপি সাংসদ গতবছর ডিসেম্বরে দল ছেড়ে যোগ দেন কংগ্রেসে। উত্তরপ্রদেশের কৈরানা কেন্দ্রের বিজেপি সাংসদ হুকুম সিংও মারা যান এবছরের শুরুতে। নাগাল্যান্ডের মুখ্যমন্ত্রী হওয়ার জন্য সাংসদ পদ ছেড়ে দেন ন্যাশনালিস্ট ডেমোক্রেটিক প্রোগ্রেসিভ দলের নেইফিউ রিও। এই কারণেই উপনির্বাচন হচ্ছে এই চারটি কেন্দ্রে। পাশাপাশি পশ্চিমবঙ্গের মহেশতলা, ঝাড়খণ্ডের গোমিয়া ও সিলি, উত্তরপ্রদেশের নুরপুর, মেঘালয়ের আমপাতি, উত্তরাখণ্ডের থারালি, কেরালার চেঙানুর, বিহারের জোকিহাট, পঞ্জাবের শাহকোট, মহারাষ্ট্রের পালুস-কাডেগাঁও কেন্দ্রে আজ উপনির্বাচন শুরু হয়। এর আগে, একসঙ্গে এতগুলি আসনে উপনির্বাচন হয়নি বলে জানা গেছে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*