রাজ্যে আসছে ১৫ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী

Spread the love

রাজ্যে দুই কেন্দ্রে নির্বাচন ও একটি কেন্দ্রে উপনির্বাচন। আর এরই আগে রাজ্যে আসছে ১৫ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক সূত্রে খবর, ১৫ কোম্পানির মধ্যে থাকছে সিআরপিএফের ৭ কোম্পানি, বিএসএফের ৪ কোম্পানি, এসএসবি-র ২ কোম্পানি এবং সিআইএসএফ ও আইটিবিপি-র ১ কোম্পানি করে বাহিনী রাজ্যে আসছে। 

ভবানীপুর, সামসেরগঞ্জ ও জঙ্গিপুর-‌এই তিন কেন্দ্রে ভোট ৩০সেপ্টেম্বর। ভবানীপুর কেন্দ্রে তৃণমূল প্রার্থী মমতা ব্যানার্জি। তাঁর বিরুদ্ধে বিজেপি প্রার্থী করেছে আইনজীবী প্রিয়াঙ্কা টিবরেওয়ালকে। সিপিআইএমের প্রার্থী আইনজীবী শ্রীজীব বিশ্বাস। যার ফলে উপনির্বাচন রীতিমতো হাইভোল্টেজ হতে চলেছে। 

এদিকে এই নির্বাচনে যাতে কোনও রকমের উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি না হয় তাই নিরাপত্তা সুনিশ্চিত করতে চাইছে কেন্দ্রীয় স্বারাষ্ট্রমন্ত্রক। তাই ভোট কেন্দ্র থেকে বিধানসভা কেন্দ্রগুলিতে যথেষ্ট পরিমাণে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করছে কেন্দ্রীয় নির্বাচন কমিশন। 

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*