নির্বাচনের আগে জঙ্গিপুর ও সামশেরগঞ্জে কেন্দ্রীয় বাহিনীর রুট মার্চ

Spread the love

আগামী ৩০ সেপ্টেম্বর জঙ্গিপুর ও সামশেরগঞ্জ বিধানসভার নির্বাচন ৷ তার আগে এই দুই কেন্দ্রে রুট মার্চ শুরু করল কেন্দ্রীয় বাহিনী ৷ বুধবার সন্ধ্যায় দুই কেন্দ্রে বাহিনী পৌঁছায় ৷ তারপর বৃহস্পতিবার সকাল থেকে স্থানীয় পুলিশ প্রশাসনের মদতে শুরু হয়েছে রুট মার্চ ৷ ভোটাররা যাতে নির্বিঘ্নে ভোট দিতে পারেন, তা নিয়ে আশ্বস্ত করা হচ্ছে বাহিনীর তরফে ৷ সাধারণ মানুষের সঙ্গে তাঁরা কথাও বলছেন ৷ ৩ অক্টোবর ভবানীপুর, জঙ্গিপুর ও সামশেরগঞ্জ বিধানসভা কেন্দ্রের ভোটের ফলপ্রকাশ ৷ ৫ অক্টোবর পর্যন্ত এই তিন বিধানসভা এলাকা কেন্দ্রীয় বাহিনীর নিয়ন্ত্রণে থাকবে ৷

প্রসঙ্গত, ২০২১ বিধানসভা নির্বাচনের সময় জঙ্গিপুর এবং সামশেরগঞ্জ বিধানসভা কেন্দ্রের ২ প্রার্থী করোনা আক্রান্ত হয়ে মারা যান। যার জেরে সেই সময় এই দুই কেন্দ্রে ভোটগ্রহণ বাতিল হয়ে যায় ৷ এবার জরুরি ভিত্তিতে এই দুই কেন্দ্রের নির্বাচন শেষ করছে নির্বাচন কমিশন ৷ ৩০ সেপ্টেম্বর এই নির্বাচন পুরোটাই কেন্দ্রীয় বাহিনীর নজরদারিতে হবে ৷ তার আগে আজ থেকে মুর্শিদাবাদ জেলার জঙ্গিপুর এবং সামশেরগঞ্জের দখল নিল কেন্দ্রীয় বাহিনী ৷ সকাল থেকেই বিভিন্ন এলাকায় রুটমার্চ শুরু করেছে বাহিনীর জওয়ানরা ৷ কমিশনের তরফে জঙ্গিপুর বিধানসভাকে আংশিক স্পর্শকাতর এবং সামশেরগঞ্জ বিধানসভা কেন্দ্রকে অতি স্পর্শকাতর বলে চিহ্নিত করেছে জাতীয় নির্বাচন কমিশন ৷

সেইমতো এই দুই কেন্দ্রে আপাতত ৪ কোম্পানি করে মোট ৮ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়েছে রুট মার্চ এবং আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণের জন্য ৷ ভোটের আগে আরও কেন্দ্রীয় বাহিনী এই দুই কেন্দ্রে নিয়োগ করা হবে ৷ প্রসঙ্গত, রাজ্যের জঙ্গিপুর এবং সামশেরগঞ্জ বিধানসভা কেন্দ্রের নির্বাচন এবং ভবানীপুর বিধানসভার উপনির্বাচনে মোট ৫২ কোম্পানি বাহিনী মোতায়েন করা হয়েছে ৷ ধীরে ধীরে বাকি কোম্পানি রাজ্যে আসবে বলে কমিশনের তরফে জানানো হয়েছে ৷ আগামী ৩ অক্টোবর ভোটের ফলপ্রকাশ ৷ অবাধ এবং শান্তিপূর্ণ নির্বাচন করতে কমিশন বদ্ধপরিকর বলে জানানো হয়েছে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*