রোজদিন ডেস্ক :- ঝাড়খণ্ডে সকাল ১১টা পর্যন্ত ভোট পড়েছে ২৯.৩১ শতাংশ। বুধবার প্রথম পর্যায়ের নির্বাচনে মাওবাদী অধ্যুষিত এই রাজ্যের ৮১টি আসনের মধ্যে ৪৩টি আসনে ভোটগ্রহণ হয়েছে।
উল্লেখ্য, প্রথম দফার নির্বাচনে হেভিওয়েট প্রার্থীদের মধ্য রয়েছেন প্রাক্তন মুখ্যমন্ত্রী চম্পাই সোরেন, প্রাক্তন সাংসদ গীতা কোরা, রামেশ্বর ওরাঁও, পূর্ণিএফএফমা সাহু দাস, মীরা মুণ্ডা, প্রাক্তন আইপিএস অজয় ও সরযু রায়৷ নির্বাচনের ঠিক আগে ঝাড়খণ্ড জনমুক্তি মোর্চা (জেএমএম) ছেড়ে বিজেপিতে যোগ দেন চম্পাই সোরেন। সেরাইকেলা আসন থেকে এবারের নির্বাচনে বিজেপির টিকিটে লড়ছেন তিনি৷
Be the first to comment