রাত পোহালেই রাজ্যের তিন বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন৷ কালিয়াগঞ্জ,করিমপুর এবং খড়্গপুর সদরে সকাল থেকেই চলবে ভোট গ্রহন৷ তার জন্য আগে থেকেই মোতায়েন করা হয়েছে বিশাল কেন্দ্রীয় বাহিনী৷
তিনটি কেন্দ্রের উপনির্বাচনে মোট বুথ রয়েছে ৮০১টি৷ এর মধ্যে কালিয়াগঞ্জে ২৭০টি বুথ, করিমপুরে ২৬১টি এবং খড়্গপুর সদরে রয়েছে ২৭০টি বুথ৷ তিনটি কেন্দ্রের জন্য থাকছে ২০ কোম্পানী কেন্দ্রীয় বাহিনী৷ এই বাহিনীর ৫০ শতাংশ মোতায়েন করা হবে করিমপুর বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে৷ সেখানে থাকছে ১০ কোম্পানী৷ এছাড়া কালিয়াগঞ্জে ৫ কোম্পানী ও খড়্গপুর সদরের জন্য ৫ কোম্পানী কেন্দ্রীয় বাহিনী৷ কালিয়াগঞ্জে ৬জন প্রার্থী প্রতিদ্বন্ধিতা করছেন৷ এর মধ্যে ভারতীয় জনতা পার্টির কমল চন্দ্র সরকার ও তৃণমূল কংগ্রেসের তপন দেব সিনহ৷ এই বিধানসভার প্রায় ৪০ শতাংশ বুথে থাকবে কেন্দ্রীয় বাহিনী৷
করিমপুরে রয়েছেন ৪ জন প্রার্থী৷ এদের মধ্যে ভারতীয় জনতা পার্টির জয়প্রকাশ মজুমদার,তৃণমূল কংগ্রেসের বিমলেন্দু সিনহা রায়৷ সবচেয়ে বেশি কেন্দ্রীয় বাহিনী থাকবে এই কেন্দ্রে৷ প্রায় ৯৭ শতাংশ বুথে মোতায়েন থাকবে কেন্দ্রীয় বাহিনী৷
এছাড়া খড়্গপুর সদরে ৮ জন প্রার্থী লড়বেন৷ এদের মধ্যে ভারতীয় জনতা পার্টির প্রেমচাঁদ ঝা,তৃণমূল কংগ্রেসের প্রদীপ সরকার রয়েছেন৷ এখানে ৭৬ শতাংশ কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হবে৷
আগেই রাজ্যে উপনির্বাচনের দিন ঘোষণা করেছিল নির্বাচন কমিশন৷ রাত পোহালেই অর্থাৎ ২৫ নভেম্বর খড়গপুর, কালিয়াগঞ্জ ও করিমপুর বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন৷ ফলাফল জানা যাবে ২৮ নভেম্বর ২০১৯৷
রাজ্যের যে তিনটি বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন হবে, তার মধ্যে ২২৪- খড়গপুর, ৩৪-কালিয়াগঞ্জ (সংরক্ষিত)ও ৭৭-করিমপুর৷ মেদিনীপুর লোকসভা কেন্দ্রের অন্তর্গত খড়গপুর বিধানসভা কেন্দ্র৷ এই কেন্দ্র থেকে পদত্যাগ করেছেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ৷ বর্তমানে তিনি মেদিনীপুর লোকসভা কেন্দ্রের সাংসদ৷
অন্যদিকে করিমপুর বিধানসভা থেকে পদত্যাগ করেছেন মহুয়া মৈত্র৷ তিনি লোকসভা নির্বাচনে কৃষ্ণনগর কেন্দ্র থেকে তৃণমূল কংগ্রেস প্রার্থী হিসাবে বিজয়ী হয়েছেন৷ এছাড়া কালিয়াগঞ্জ কেন্দ্রের বিধায়ক প্রমথনাথ রায়ের মৃত্যুতে ওই বিধানসভা আসনটি শূন্য রয়েছে৷ কালিয়াগঞ্জ বিধানসভাটি রায়গঞ্জ বিধানসভার অন্তর্গত৷
Be the first to comment