আসানসোল লোকসভা এবং বালিগঞ্জ বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনের দিন ঘোষণা হতে পারে শনিবার। এমনটাই, জানা গিয়েছে জাতীয় নির্বাচন কমিশন সূত্রে। সব কিছু ঠিকঠাক থাকলে উপনির্বাচন হতে পারে আগামী ৭ মার্চ। ইতিমধ্যেই জারি হয়েছে রাজ্যের ১০৮টি পৌরসভার নির্বাচনের নির্ঘণ্ট। এবার আসানসোল লোকসভা ও বালিগঞ্জ বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনের বিজ্ঞপ্তি জারির পালা।
জাতীয় নির্বাচন কমিশনের তরফে জানা গিয়েছে, যে শনিবার জারি হতে পারে বিজ্ঞপ্তি। আগে জানা গিয়েছিল, জাতীয় নির্বাচন কমিশন উত্তরপ্রদেশ বিধানসভা নির্বাচনের সপ্তম তথা শেষ দফার সঙ্গে পশ্চিমবঙ্গের উপনির্বাচনগুলিও করাতে চায়। আর সেদিনই একইসঙ্গে আসানসোল ও বালিগঞ্জের উপনির্বাচনের দিনক্ষণ ঘোষণা করতে পারে কমিশন।
আগামী ৭ মার্চ উত্তরপ্রদেশে রয়েছে শেষ দফার ভোট। তাই ওইদিনই হয়ত সম্পন্ন করা হতে পারে আসানসোল লোকসভা ও বালিগঞ্জ বিধানসভা কেন্দ্রের উপনির্বাচন। সুব্রত মুখোপাধ্যায় মারা যাওয়ার পর বালিগঞ্জ বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন হতে চলেছে। অন্যদিকে, বাবুল সুপ্রিয় ইস্তফা দেওয়ার পর আসানসোল লোকসভা কেন্দ্রে উপনির্বাচন হবে। তাই এই দুই কেন্দ্রের উপনির্বাচন করাতে বিজ্ঞপ্তি জারি করা হতে পরে সরস্বতী পুজোর দিনেই।
Be the first to comment