আর্যতীর্থ:
উড়ো মেঘের খোলা চুলে সুয্যিরঙা টিপ
আড়চোখেতে কলজেটাকে নিংড়ে নিল মেয়ে
ঠোঁটের ওপর কালো তিলে বুকের ভেতর ঢিপ
হৃৎপিন্ড এফোঁড়ওফোঁড় দেখলো যখন চেয়ে।
আমার পাড়ায় নতুন এলো পুকুরপাড়ে বাড়ি
চলার ঠমক বিজলি চমক চোখচাপা দুইহাতে
শামলা বরন কন্যে চলেন জংলা ডুরে শাড়ি
জমানো প্রেম সবটা খরচ কন্যা রে তোর খাতে।
কন্যা আমি বেকার ছেলে টিউশানি সম্বল
বাবার দোকান, মাঝে মাঝে হিসাবখাতা লিখি
পয়সা ছাড়া ভালোবাসার কোনটুকু দাম বল
দুইহাজারের নোটের যুগে আমি অচল সিকি।
তাই বলে কি প্রেম পাবেনা, স্বপ্ন দেখাও মানা?
আঁজলা করে সবটুকু মন সঁপেছি তোর পায়ে
ও প্রেম যাবে নালার জলে আগে থেকেই জানা
বেকার প্রেমের উটকো আপদ কে আর যেচে চায়।
কন্যা তবু তোকে দেখে বুকে তুমুল ঢেউ
প্রেম যে হবে দুই তরফেই এমনটা কে বলে?
সব জাহাজই ডাঙা পাবে জানে সেটা কেউ?
তবু তাকে দেখাতে পথ লাইটহাউস জ্বলে।
কন্যা রে এই ছার জীবনে পেটের ভাতই সব
এই জীবনে প্রেমপিরিতির ভাবনা ভাবাই সার
তবু তোকে দেখলে মনে বসন্ত উৎসব
একলা বাঁচার জন্য আমার প্রেমটাকে দরকার।
Be the first to comment