শনিবার সম্পন্ন হল রাজ্যের চার কেন্দ্রে উপনির্বাচন। মোটের উপর শান্তিপূর্ণ ভাবে রাজ্যের চার কেন্দ্রে উপনির্বাচন সম্পূর্ণ হল। এদিন দিনহাটা, শান্তিপুর, খড়দাসহ গোসাবাতে উপনির্বাচন হল। এদিন সকাল থেকেই একাধিক কেন্দ্র থেকে নানা অভিযোগ সামনে আসে। দিলীপ ঘোষ সাতসকালে জানিয়ে দেন, রাজ্যে কতটা শান্তিপূর্ণভাবে ভোট হবে তা নিয়ে চিন্তায় রয়েছেন তিনি।
সকাল থেকেই বারেবারে সংবাদ শিরোনামে আসেন খড়দার বিজেপি প্রার্থী জয় সাহা। তাঁর বিরুদ্ধে ভোটারদের প্রভাবিত করার অভিযোগ তোলে তৃণমূল। দিনহাটাতে বিক্ষোভের মুখে পড়েন বিজেপি প্রার্থী অশোক মণ্ডল। খড়দা বিধানসভায় এদিন আবার কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে অভিযোগ তোলেন শোভনদেব চট্টোপাধ্যায়। তিনি দাবি করেন, ভোটারদের ফিরিয়ে দিচ্ছে কেন্দ্রীয় বাহিনী। খড়দা স্টেশন রোডে আক্রান্ত প্রাক্তন সিপিএম বিধায়ক তন্ময় ভট্টাচার্য। ইটের ঘায়ে তাঁর মাথাও ফাটে।
সন্ধ্য়াবেলাতেও খড়দায় ‘ভুয়ো ভোটার’ ঘিরে ব্যাপক উত্তেজনা তৈরি হয়। অন্যের ভোটার কার্ড নিয়ে এক ব্যক্তি ভোট দিতে এসেছিলেন বলে অভিযোগ ওঠে। তাঁকে ধরে ফেলেন বিজেপি প্রার্থী। অন্যদিকে দিনহাটাতে অধিকাংশ বুথে এদিন বিজেপি এজেন্টদের তৃণমূল কংগ্রেস ভয় দেখিয়ে আসতে বাধা দিয়েছে বলে অভিযোগ করেন বিজেপি প্রার্থী অশোক মন্ডল। আবার নিশীথ প্রামাণিকের বিরুদ্ধে ভোটারদের ভয় দেখানোর অভিযোগ করেন তৃণমূল প্রার্থী উদয়ন গুহ।
দিনহাটাতেই বিজেপির এক পোলিং এজেন্টকে মারধরের অভিযোগ ওঠে তৃণমূলের বিরুদ্ধে। ঘটনায় মারাত্মক জখম হন গুরুদাস মোদক নামে ওই পোলিং এজেন্ট। তাঁর অভিযোগ, তৃণমূলের কর্মীরাই তাঁকে মারধর করেছে। তবে নির্বাচন শান্তিপূর্ণ ভাবে হয়েছে বলে জানিয়েছেন তৃণমূল প্রার্থী উদয়ন গুহ। জয়ের ব্যাপারে আশাবাদী তিনি।
এই উপনির্বাচনে মোট কতটা ভোট পড়ল তা এখনও জানা যায়নি। তবে বিকেল ৫টা পর্যন্ত শান্তিপুরে ভোট পড়ে ৭৬.১৪ শতাংশ। গোসাবায় পড়ে ৭৫.৯১ শতাংশ, দিনহাটাতে ভোট পড়ে ৬৯.৯৭ শতাংশ। বেলা পাঁচটা পর্যন্ত সবচেয়ে কম ভোট পড়েছে খড়দাতে। সেখানে ভোট পড়েছে ৬৩.৯০ শতাংশ।
Be the first to comment