CAA-এর প্রতিবাদে একজোটে পথে নামছে বাম-কংগ্রেস

Spread the love

নাগরিকত্ব সংশোধনী আইন, ২০১৯-এর প্রতিবাদে আগামীকাল একজোটে পথে নামতে চলেছে বাম ও কংগ্রেস৷ দুপুর আড়াইটের সময় সুবোধ মল্লিক স্কোয়ার থেকে মিছিল শুরু হবে ৷ শেষ হবে মহাজাতি সদনে গিয়ে৷ বিমান বসু, সোমেন মিত্র, সূর্যকান্ত মিশ্র সহ একাধিক বাম ও কংগ্রেস নেতা মিছিলে অংশগ্রহণ করবেন ৷ বাম ও কংগ্রেস শিবিরের অভিযোগ, কেন্দ্রীয় সরকার দ্বিচারিতা করছে ‌। দেশের স্বরাষ্ট্রমন্ত্রী যে কথা বলছেন, প্রধানমন্ত্রীর কথার সঙ্গে তার যথেষ্টই ফারাক রয়েছে ৷ এমনই অভিযোগ তুললেন প্রদেশ কংগ্রেস সভাপতি সোমেন মিত্র । তিনি বলেন, ” নাগরিকত্ব সংশোধনী আইন, ২০১৯ নিয়ে দেশের মানুষকে বিভ্রান্ত করছে কেন্দ্রীয় সরকার ।” পাশাপাশি CAA-র প্রতিবাদে মমতা বন্দ্যোপাধ্যায় যে পদযাত্রা করেছেন তা সম্পূর্ণ নাটকীয় বলেও মন্তব্য করেন কংগ্রেসের এই বর্ষীয়াণ নেতা ৷ তিনি বলেন, “দুপুরবেলা মুখ্যমন্ত্রীর কোনও কাজ না থাকায়, তিনি রাস্তায় হাঁটতে বেরোন ৷”

NRC নিয়ে রাজ্যসভায় বহুবার সরকারের কাছে কৈফিয়ৎ চেয়েও জবাব মেলেনি বলে জানিয়েছেন কংগ্রেসের রাজ্যসভার সাংসদ প্রদীপ ভট্টাচার্য ৷ CAA ও NPR করতে গেলে রাজ্যে বৃহত্তর আন্দোলনের পথে এগোনো হবে বলেও জানিয়েছেন বাম ও কংগ্রেস নেতৃত্ব ৷

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*